Wednesday, 23 December 2015

আসতে যেতে

আসতে যেতে

আব্দুল মান্নান মল্লিক

দেহান্তর অহরহ হে মহাজ্যোতি,
ঘুচিয়ে দাও তমিস্রা, আলোকিত হক ধরণী।
ওই দূর নভপ্রান্তে পূণর্জনমে,
রাঙিয়ে দিয়েছ সোনালি রঙে,
অন্বিত যেথা, নভপ্রান্ত বৃক্ষ সাথে।
হে রবি, আমর্শে তোমার,
পূনর্জন্ম দিবসের ও।
এমনতো ছিলেনা জন্মে সেদিন।
তবে কেন আজ, মেঘেদের সাথে লুকোচুরি?
শিশিরে সিক্ত, মোর সারা দেহ,
আকাঙখিত অর্জনি তোমার তাপদীপ্তি।
হয়ে যাবে তবে, শোভিত ভুবন।
জৌলুষে তোমার, শোভিত হবে পুষ্পদল।
পুষ্প সৌরভে, মধুগন্ধে হক উল্লাসিত,
প্রজাপতি আর মৌমাছিদের দল।
অবসান কর হে এবার, খেলা লুকোচুরি।
আর নয়, নিরসন কর পর্দা মেঘ।
যাবার কালে, বকপাখে রোশনাই লুকায়ে।
সিঁদুরে আবির ছড়িয়ে মেঘের গায়ে,
ঢলে পড় মৃত্যুর কোলে আপন কুলায়ে।




No comments:

Post a Comment