Sunday, 20 December 2015

মুঠো ধুলির সাক্ষী

মুঠো ধুলির সাক্ষী

আব্দুল মান্নান মল্লিক

হাসি কান্নায় ছিল যারা জীবন্ত রূপে,
দূরে সরে যায়নি তারা আছে সমীপে।
পদদলিত করেছ পিষে নির্মম হয়ে,
অবজ্ঞায় পদতলে তবুও থাকে চেয়ে।
এক মুঠো ধুলি ধরে কর যদি প্রমাণ,
ধুলিতে মিশিয়ে লাখো অচৈন্য প্রাণ।
কান পেতে শুনো যদি শোকসঙ্গীত,
ধুলিতে মিশিয়া আপন বংশ অতীত।
ছিল সবার সাথে তারা বাপঠাকুরদা,
তবু কেন ঘৃণা তাদের কর অমর্যাদা।
গায়ে যদি উড়ে পড়ে ধূলিকণা ছোটো,
ছুড়ে ফেলে বল তারে পাদুকার এঁটো।
নিষ্ঠুর হয়ে তাদের করেছ অপমান,
দাহ করে বানিয়েছ অট্টালিকা দালান।
চিৎকার করেছে কত করে আর্তনাদ,
সহে আছে নির্মমতা করেনি প্রতীবাদ।



No comments:

Post a Comment