সেকেলে
আব্দুল মান্নান মল্লিক
তরে তরে রূপান্তরে যতকিছু আজ,
সেদিনের রাজশাসন আজ উপরাজ।
লাউ-খোলে তার বেঁধে দিয়েছিল সুর,
বাতাসে ভাসে আজও সুরের অঙ্কুর।
পথের ধারে বসে কারো বারান্দায়,
প্রবীনের কেচ্ছা শুনা শৈশব-বেলায়।
রাখাল ছেলে যদি মাঠান গান গাইত,
সাগরের কোল ছাড়ি জলপরি নাচত।
খুজে পেতাম যদি হারানো সুরের বাঁশি,
ফুল পরি নাচত আবার ঐহিকে আসি।
মেঠো পথ ধরে গেয়েছিল পথিক গান,
সেই কন্ঠসুরের আজ নাই সেই তান।
দেখেছি এই পথ দিয়ে গরুর গাড়িতে,
শ্বশুর বাড়ি যেতে বউ নতুন শাড়িতে।
সেইদিন আর এইদিন বহুদূরের পথ,
দ্বিষত্ পূর্ণতে মানুষ অধুনা হয় দ্বিমত।
আব্দুল মান্নান মল্লিক
তরে তরে রূপান্তরে যতকিছু আজ,
সেদিনের রাজশাসন আজ উপরাজ।
লাউ-খোলে তার বেঁধে দিয়েছিল সুর,
বাতাসে ভাসে আজও সুরের অঙ্কুর।
পথের ধারে বসে কারো বারান্দায়,
প্রবীনের কেচ্ছা শুনা শৈশব-বেলায়।
রাখাল ছেলে যদি মাঠান গান গাইত,
সাগরের কোল ছাড়ি জলপরি নাচত।
খুজে পেতাম যদি হারানো সুরের বাঁশি,
ফুল পরি নাচত আবার ঐহিকে আসি।
মেঠো পথ ধরে গেয়েছিল পথিক গান,
সেই কন্ঠসুরের আজ নাই সেই তান।
দেখেছি এই পথ দিয়ে গরুর গাড়িতে,
শ্বশুর বাড়ি যেতে বউ নতুন শাড়িতে।
সেইদিন আর এইদিন বহুদূরের পথ,
দ্বিষত্ পূর্ণতে মানুষ অধুনা হয় দ্বিমত।