Tuesday, 4 August 2015

স্মৃতির আড়ালে তুমি


স্বরচিত কবিতা

স্মৃতির আড়ালে তুমি

গেয়ে যায় গান আমি তোমার কবিতায়,
খাতা কলম ছেড়ে দিয়ে রয়েছ কোথায়।
তুমি কবি আমি গায়ক ছিলাম দোহে জুটি,
ফেলে গেলে একা মোরে তুমি নিলে ছুটি।
বিলিয়ে দিই গান আমি তোমার কবিতার,
ভেসে যাবে বাতাসে সুর কম্পনে বারবার।
এপার অপারে মোরা দুজনের ব্যবধানে,
বাতাসে বহিবে সুর বলবে তোমার কানে।
শুরুতে সমাপ্তি তোমার কাব্যগীতি গাথা,
বাকিটা কি থেকে যাবে মানব জীবন কথা?
করজোড়ে মাগি আমি কাছেতে তোমার,
সুপ্তি কালে দিও তোমার বাকি কবিতার।
আড়াল হতে দেখ মোরে করিও আশির্বাদ,
নির্মাণ হবে নতুন ভূবন সঙ্গীতের আস্বাদ।
মুছিবে না কোনোদিন আর স্মৃতির ভূবন,
বাতাসে ভাসবে তোমার কবিতার গুঞ্জন।
অশ্রুজলে ভাসবো তবু গাইবো সারাক্ষণ!
কবিতার স্মৃতি তোমার প্রীতির সম্ভাষণ!

No comments:

Post a Comment