সব্জির হাটে সস্তা মানুষ
আব্দুল মান্নান মল্লিক
প্রাতের পানাহারের পরে,
বেরিয়েছি সব্জির বাজারে।
এইযে রামুদা কোথায় চললে?
এইতো ভাই, আশি টাকা ধরিয়ে দিয়ে হাতে গিন্নী বলে,
তালেগোলে সব্জি এনো, আজকের দিনটা চলে।
সামনে মানুষের ভীড় পথের ধারে,
রামুদা ভীড় ঠেলে ঢুকে যায় ভিতরে।
গলা বাড়াইয়া দেখি, একি!
কিল ঘুষি আর লাথি।
পড়ে পড়ে খাচ্ছে মার জানিনা কে ওই ব্যাক্তি?
হঠাৎ দেখি, রামুদা লাগায় দুই ঘুষি এক লাথি।
বাহিরে জিগাইলাম রামুদারে,
পূর্ণ ঘটনা শুনিবারে।
রামুদা বলে জবাবে,
জানিনা, কেন মারিছে সবে।
দেখাদেখি দুই ঘুষি এক লাথি,
দিয়ে যায় নইলে হবে দুর্নীতি।
No comments:
Post a Comment