বিভেদের মাঝে
আব্দুল মান্নান মল্লিক
মানুষে মানুষে কর বিভেদ মোচন।
করিতে সক্ষম যদি পশুরে পালন
পশুদের রাখ কত আদর যত্ন করে
নিজ জাতি মানব কেন থাকে পড়ে দূরে?
ধরাধামে মানুষ সেতো জাতি আপনার,
ভালবেসে নাওনি কাছে পশুরও সমান।
পশুপক্ষি মানব জাতি ফারাকে অনেক,
গেয়ে যায় গান মুখে মানুষে মানুষে এক।
তবু কেন সমাজে এত ভেদাভেদ,
ছোঁয়াছুঁয়ি কুসংস্কার মেটেনি প্রভেদ।
আকাশের জল মিশে পুকুরের জলে
হবে কি ভাগাভাগি গুরুর বাহুবলে?
সাদাসিধে মানুষগুলো করেছে বিশ্বাস,
সুযোগে করেছ তাদের একতার বিনাশ।
ভাঙে যারা সভ্য সমাজ যায়না তাদের চেনা,
বুলিয়ে হাত সবার গায়ে দিয়ে যায় সান্তনা।
ধর্মের ভয় দেখায় করিতে উপার্জন,
ভাঙনের মূলে আছে এরাই কারণ।
মুছে ফেল গ্লানি ঘুচাও মনের আঁধার,
ভুলে যাও কুসংস্কার কর নতুন সংস্কার।
No comments:
Post a Comment