শেষ দেখা
আব্দুল মান্নান মল্লিক
পথচলা বন্ধু একটাই মোর সাথে,
পথের শেষপ্রান্তে যষ্টি মোর হাতে।
ব্যর্থ সংসার নিয়ে কি আর হবে!
ঘুরে বেড়াই পথে পথে জীবনের প্রাক্কালে।
চলতে চলতে পথ, নিয়তির একি খেলা,
অদূরে যায় দেখা কুম্ভের মেলা,
চক্ষু ফিরাতে দেখি, পথের এক ধারে,
ছিন্ন শুভ্র ভূষণে, বৃদ্ধা এক নারী পড়ে।
মনের কাছে প্রশ্ন করি,
কেগো তুমি, বৃদ্ধা নারী?
হইতো অপেক্ষায় পারের ঘাটে,
করিয়া অতিক্রম পথ, পৌঁছে অধিক ষাটে।
নিস্তেজ হয়ে সর্বাঙ্গ, বাকশক্তি হারিয়ে,
অগণিত জনস্রোত, আসা যাওয়ার ভীড়ে।
দেখিয়া না দেখার ভান করে,
ডিঙিয়ে যায় যে যার কাজে ও ঘরে।
পারিলামনা যেতে সবার সাথে,
ধীরপায়ে যায় বৃদ্ধার কাছে।
শীর্ণ দেহখানি, আচ্ছাদিত সর্বাঙ্গ,
নিয়তির টানে প্রস্থানোদ্যত।
দেখিবারে নাই কেহ, মুখে দিতে জল,
পুণ্যস্থান? না, হেথা হেনস্থা দুর্বল।
ধৌত করে হস্তপদ গড়িছে জল মাটি বেয়ে,
দিতে পারেনা জীবন কেউ, ফোটা জল দিয়ে।
ভিজাইয়া মাটিতে ধুতির আঁচল,
নিঙড়ায়ে মুখে দিতে জল!
একি! চেনা সেই মুখ! ছন্দা আমার!
তোলো মুখ, কথা বল একবার!
নাই ছন্দা, আর নাই, ঐ আকাশে মিলাই!
ছিলো আজও স্মৃতি মোর, তোমার সিঁথাই।
চেয়েছিল বলিতে কিছু সময় বহিয়া যাই,
দেখা হল, হলনা কথা, যাবার বেলায়!
দুই পলক দেখেছিল মোরে,
পড়েছিল জল অশ্রু গড়ে।
আটত্রিশ বছর অগোচরে করেছ বহন,
মুছে দাওনি স্মৃতি মোর, ধন্য নারী জীবন।
Wednesday, 12 August 2015
শেষ দেখা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment