পারের ঘাটে অনুতাপী
আব্দুল মান্নান মল্লিক
ন্যায় অন্যায় করি যদি সমীপে সবার,
নই আমি একেবারে অযোগ্য ক্ষমার।
কুড়োকুড়ি মারামারি তোমাদের সনে,
করেছি অবুঝে সব রেখোনা আর মনে।
শৈশবের কালে হয়তো করেছি অবুঝে,
ক্ষমা করে দিও ভুল প্রস্থানের কালে।
পাই যেন ঠাঁই আমি সবার আশির্বাদে,
ফুলের গন্ধ ভরা মুক্ত বাতাসের সাথে।
টিপটিপ হাসি দিব নীল অঙ্গনের গায়ে,
ইশারায় দিব ডাক প্রীতির তারা হয়ে।
আসি যদি ফিরে পূনঃ তোমাদের মাঝে,
চিনে নিও রেখো মোরে হৃদয়ের ভাঁজে।
সময় বহিয়ে যায় কুলে তরী ভিড়ে,
খুশি মনে দাও বিদায় যাব পরপারে।
কাছে এস সবারে দিই প্রীতির চুম্বন,
ভুলিবেনা দাও একবার আমারে বচন।
ধর্মকথা দিয়ে কানে মুখে দিও জল,
কুচানলের আত্মা যাবে হইয়া শীতল।
No comments:
Post a Comment