দাও আমার অধিকার
আব্দুল মান্নান মল্লিক
কতটুকু এনেছিলে. ছিল যত অধিক তাহার?
তবে কেন বঞ্চিত আমার অধিকার?
ভাগ করে দাও সবার সমান সমান,
সহে গেছে দুর্বল তোমাদের অপমান।
দিনে দিনে করেছ তোমরা গরীবের লুট,
ছিনিয়ে খেয়েছ যার সম্মুখে তুলেছ ঢেকুর।
তোমাদের সুখ আর গরীবের হাহাকার
সহে গেছে নিরবে তোমাদের অত্যাচার।
গ্রীবা উঁচায়ে দেখিয়ে দম্ভ কর আস্ফালন,
নির্মমতায় করেছ ভোগ কাঙালের ধন।
ধরাধামে প্রবেশি দেখি আমার সব ফাঁকা,
দিবারাত্রি ঘূর্ণন গতি একদিকের চাকা।
ধনকুবের ধনীর দুলাল হও হুশিয়ার,
নইলে অবাধে ধরবো তীক্ষ্ণ তলোয়ার।
অধুনা ঘুরিবে চাকা চতুর্দিকে সমান,
জাগিয়া উঠিবে এবার দুর্বলের মান।
আব্দুল মান্নান মল্লিক
কতটুকু এনেছিলে. ছিল যত অধিক তাহার?
তবে কেন বঞ্চিত আমার অধিকার?
ভাগ করে দাও সবার সমান সমান,
সহে গেছে দুর্বল তোমাদের অপমান।
দিনে দিনে করেছ তোমরা গরীবের লুট,
ছিনিয়ে খেয়েছ যার সম্মুখে তুলেছ ঢেকুর।
তোমাদের সুখ আর গরীবের হাহাকার
সহে গেছে নিরবে তোমাদের অত্যাচার।
গ্রীবা উঁচায়ে দেখিয়ে দম্ভ কর আস্ফালন,
নির্মমতায় করেছ ভোগ কাঙালের ধন।
ধরাধামে প্রবেশি দেখি আমার সব ফাঁকা,
দিবারাত্রি ঘূর্ণন গতি একদিকের চাকা।
ধনকুবের ধনীর দুলাল হও হুশিয়ার,
নইলে অবাধে ধরবো তীক্ষ্ণ তলোয়ার।
অধুনা ঘুরিবে চাকা চতুর্দিকে সমান,
জাগিয়া উঠিবে এবার দুর্বলের মান।
No comments:
Post a Comment