খুকুর ইচ্ছে
আব্দুল মান্নান মল্লিক
বলাকা হাটিছে দেখ নীল আঙিনায়।
ইচ্ছে হয় বারবার নিজেকে হারায়।।
সাধের আসন গড়ি অন্তরে আমার।
আবার আসিব ফিরে করি অঙ্গীকার।।
সাত রঙের প্রজাপতি দেখিবে যেমনে।
রেণুপুঞ্জ সারা দেহ পুষ্পের আলিঙ্গনে।।
মেঘ হয়ে উড়ে যাব ভাসিব আকাশে।
কখনো বা পাখি হব উড়িব বাতাসে।।
হইতো বা তারা হয়ে হাসিব মিটিমিটি।
স্পর্শের বাইরে রব যাবে তোমার দৃষ্টি।।
অভিনয় করিব আমি মিথ্যা অভিমানে।
উজ্জ্বল চন্দ্রিমা হয়ে জ্বলিব আসমানে।।
বারবার ইসারা করে আমারে ডাকিবে।
দুধের বোতল ধরে দুই হাত বাড়াবে।।
ডাকিয়া বলিবে যখন আয় খুকু আয়।
রংধনুর সিড়ি বেয়ে আসিব ধীর পায়।।
আব্দুল মান্নান মল্লিক
বলাকা হাটিছে দেখ নীল আঙিনায়।
ইচ্ছে হয় বারবার নিজেকে হারায়।।
সাধের আসন গড়ি অন্তরে আমার।
আবার আসিব ফিরে করি অঙ্গীকার।।
সাত রঙের প্রজাপতি দেখিবে যেমনে।
রেণুপুঞ্জ সারা দেহ পুষ্পের আলিঙ্গনে।।
মেঘ হয়ে উড়ে যাব ভাসিব আকাশে।
কখনো বা পাখি হব উড়িব বাতাসে।।
হইতো বা তারা হয়ে হাসিব মিটিমিটি।
স্পর্শের বাইরে রব যাবে তোমার দৃষ্টি।।
অভিনয় করিব আমি মিথ্যা অভিমানে।
উজ্জ্বল চন্দ্রিমা হয়ে জ্বলিব আসমানে।।
বারবার ইসারা করে আমারে ডাকিবে।
দুধের বোতল ধরে দুই হাত বাড়াবে।।
ডাকিয়া বলিবে যখন আয় খুকু আয়।
রংধনুর সিড়ি বেয়ে আসিব ধীর পায়।।
No comments:
Post a Comment