পদ্মদিঘী
আব্দুল মান্নান মল্লিক
বুনোহাঁস খেলে জলে ডানার ঝাপটায়
জলের বিন্দু ছিটিয়ে দিয়ে পদ্ম পাতায়
পশ্চাতে সাঁতার দিয়ে সারিতে শাবক
কখনো ঢাকিছে মাতা ছড়িয়ে পালক
আকাশের চিল উড়ে করিয়া খেয়াল
শাবক লুকাতে করে পাতার আড়াল
ঠোঁটের আঘাত দিয়ে ফলের উপর
দানাগুলো বাহির করে অতি সত্বর
ডুবিছে জলে কখনো উঠিয়া আবার
শাবকেরা পদ্মের দানা করিছে আহার
জড়ায়ে যায় কখনো লতায় পাতায়
বিরামের মাঝে কখন ছুটিয়া পালায়
ঘাঁটাঘাটিয় লতাপাতা হয়ে জেরবার
প্রভাত পশ্চাতে হয় হাঁসের অত্যাচার
আব্দুল মান্নান মল্লিক
বুনোহাঁস খেলে জলে ডানার ঝাপটায়
জলের বিন্দু ছিটিয়ে দিয়ে পদ্ম পাতায়
পশ্চাতে সাঁতার দিয়ে সারিতে শাবক
কখনো ঢাকিছে মাতা ছড়িয়ে পালক
আকাশের চিল উড়ে করিয়া খেয়াল
শাবক লুকাতে করে পাতার আড়াল
ঠোঁটের আঘাত দিয়ে ফলের উপর
দানাগুলো বাহির করে অতি সত্বর
ডুবিছে জলে কখনো উঠিয়া আবার
শাবকেরা পদ্মের দানা করিছে আহার
জড়ায়ে যায় কখনো লতায় পাতায়
বিরামের মাঝে কখন ছুটিয়া পালায়
ঘাঁটাঘাটিয় লতাপাতা হয়ে জেরবার
প্রভাত পশ্চাতে হয় হাঁসের অত্যাচার
No comments:
Post a Comment