Tuesday, 14 April 2015

নববর্ষের আগমন

নববর্ষের আগমন

আব্দুল মান্নান মল্লিক

বৈশাখীর গন্ধে ভরা মাতাল বাতাস,
উদাসী মনের মাঝে নতুন প্রতিভাস।
বুকভরা আশাতে আজ হরিৎ ডালায়,
পথ চেয়ে দাঁড়িয়ে তোমার অপেক্ষায়।
নববর্ষের হস্তান্তরে এক নতুন জীবন,
তাইতো রয়েছি সবে দিতে সম্ভাষণ।
জলদের যাওয়া আসা নভর কোলে,
ক্ষণিক আলোকচ্ছটা পড়িছে ভুতলে।
ঐ দেখা যায় নববর্ষ শীতল হাওয়ায়,
হেলিয়া দুলিয়া ভাসে সবুজ পাতায়।
বৃষ্টিহীনে শান্ত হাওয়া উল্লাসিত মনে,
নববর্ষের আগমন মোদের আমন্ত্রণে।
সজ্জিত নবরূপে গাছের সবুজ পাতা,
নববর্ষের হিসাব গুনতে নতুন খাতা।
নববর্ষের সঙ্গী হয়ে বাতাসের আগম,
কচিপত্র কম্পনে নাচে ভাঙিয়া শরম।
হারিয়েছি যদিও আজ একটি বছর,
নতুন স্বাদুতার সৌরভ ধরণীর উপর।
বিলীনের তৃণ বীজ মাটির অভ্যন্তর,
নববর্ষের আলিঙ্গনে নব জীবণ পুনর।
কুষিফলে বৃক্ষশাখা ঝুলে মাথার পর,
সাজানো ময়দানে আসি নতুন বছর।
বৃষ্টিয় ভিজা মাটি গত বছরের সন্ধ্যে,
উল্লাসীত নববর্ষ ভিজা মাটির গন্ধে।

No comments:

Post a Comment