ঘরের বউ ঘরনী
আব্দুল মান্নান মল্লিক
ঘরের বউ ঘরনী করব কেন চাকুরী।
বাবা দিল তোমায় করছ তুমি বিক্রি।।
মান সম্মান কিছু থাকে যদি তোমার।
কামাই করবে তুমি হবনা ঘরের বার।
সারা দিনটার পরে খালি হাতে ফিরে।
তোমার মতো স্বামী হতে সবাই পারে।।
আমি ঘরের বউ তাইতো শুধু জানি।
করবো কেন আমি পরের চাকরানি।।
স্বামীর ঘরে রব মাথার ঘোমটা টানি।
নইলে পাড়ার লোক করে কানাকানি।।
হবে যখন কমতি উপায় আরো আছে।
বাড়ির আসপাশে ভরিয়ে দিবো গাছে।।
হাতের কাজ জানি ভাবনা কেন আর।
বুনাবো ঘরে আমি নিয়ে যাবে বাজার।।
করলে বিয়ে তুমি পরের হুকুম শুনি।
যেমন হবে নিজের চাইনা হতে ধনী।।
আব্দুল মান্নান মল্লিক
ঘরের বউ ঘরনী করব কেন চাকুরী।
বাবা দিল তোমায় করছ তুমি বিক্রি।।
মান সম্মান কিছু থাকে যদি তোমার।
কামাই করবে তুমি হবনা ঘরের বার।
সারা দিনটার পরে খালি হাতে ফিরে।
তোমার মতো স্বামী হতে সবাই পারে।।
আমি ঘরের বউ তাইতো শুধু জানি।
করবো কেন আমি পরের চাকরানি।।
স্বামীর ঘরে রব মাথার ঘোমটা টানি।
নইলে পাড়ার লোক করে কানাকানি।।
হবে যখন কমতি উপায় আরো আছে।
বাড়ির আসপাশে ভরিয়ে দিবো গাছে।।
হাতের কাজ জানি ভাবনা কেন আর।
বুনাবো ঘরে আমি নিয়ে যাবে বাজার।।
করলে বিয়ে তুমি পরের হুকুম শুনি।
যেমন হবে নিজের চাইনা হতে ধনী।।
No comments:
Post a Comment