Tuesday, 14 April 2015

অন্তরঙ্গ

অন্তরঙ্গ

আব্দুল মান্নান মল্লিক

তোমাদের সুখী করতে দেহ প্রাণ মন
বিলিয়ে দিলাম নইলে বৃথাই জীবন
তোমাদের ভালবাসা অন্তরের মাঝে
জ্বলিবে প্রদীপ হয়ে দিবসে ও সাঁঝে
কবিতা নহে মোর আবদ্ধের প্রতিজ্ঞা
যেখানে রাখিবে রব করোনা অবজ্ঞা

No comments:

Post a Comment