Thursday, 16 April 2015

দৈবের সম্মুখে

দৈবের সম্মুখে

আব্দুল মান্নান মল্লিল

মনের আঙিনা পরে, বয়ে যায় ঝড়।
তবুও ভাঙেনি ঘুম, ঘুমিয়ে অঘোর।।
মেঘের গর্জনে ডাক, বাহিরে কাহার।
জাগিয়া খুলিয়া দিই, নিরূদ্ধের দ্বার।।
খুলিয়াছে অন্তর চক্ষু, চাহিতেই দেখি।
দাঁড়ায়ে সাদা বেশে, দেখিতেছি একি?
হাতকড়া ধরে হাতে, দাঁড়িয়েছে দ্বারে।
চকিত ঘুমের ঘোরে, দেখিতেছি যারে।।
চমকিছে বিদ্যুৎ যেন, বিশাল আকার।
কর্তার হুকুম তামিল, নির্মম কারবার।।
বলিয়া উঠিল মোরে, বসতি ওপারে।
আত্মার বাহক আমি, তোমার দ্বারে।।
মমতার নিদর্শন তবু, অন্তরে তাহার।
রুখিতে নাই কেহ, মোর পাহারাদার।।
কায়াখানি সমর্পিনু, স্বজনের নিকট।
জেরার সম্মুখে আমি, হইয়া অকপট।।
কর্ণেতে বাজিয়া ওঠে, শাস্ত্রের ধ্বনি।
স্বজনেরা পড়ে গ্রন্থ, মনোযোগে শুনি।।
আদেশ করিয়া মোরে, যতটুকু সম্বল।
সাজাইয়া নিও তোমার, কর্মের ফল।।
হাতকড়া দিয়া মোরে, করে তাড়াতাড়ি
রশ্মির অধিক বেগে, আকাশপথে পাড়ি।।

No comments:

Post a Comment