Saturday, 11 April 2015

হয়তো

হয়তো

আব্দুল মান্নান মল্লিক

আকাশে উড়িয়া আমি, ঘুড়ির মতো।
গুটাবে হাতছানিতে, লাটায়ের সুতো।।
অলক্ষ্যের ছায়াপথ এক, নতুন ভূবন।
গড়িয়া উঠিছে সেথা, আত্মার মিলন।।
আমার সমীপে গেছে, অনেকেই যারা।
সেথায় মিশিয়া হব, ছায়াপথের তারা।।
ছায়াপথের তারা হয়ে, জ্বলিয়া নিভিব।
আকাশের কোল হতে, তোমারে দেখিব।।
কাঁদিয়া করিবেনা তুমি, সারণী পিছল।
সমরাস্তায় হাঁটিবে সবে, হইওনা বিহ্বল।।
কখনো আসিব কাছে, রামধনু রূপে।
মিশিয়া রহিব তখন, জলকণার স্তুপে।।
সাত রঙের রামধনু, পাইবেনা খুজে।
অগোচরে রব দৃশ্যের, মিশিয়া সবুজে।।
জলধি কখনো জলদ, আবার জলধি।
হইবেনা আত্মার মরণ, রহিব নিরবধি।।

No comments:

Post a Comment