Monday, 20 July 2020

আমার ভুবন জন্মভূমি

আমার ভুবন জন্মভূমি

আব্দুল মান্নান মল্লিক

বাংলা আমার জন্মভূমি আমার ছোট্ট ভুবন,
তোমার কোলে জন্ম নিয়ে গর্বে ভরে মন।
যেথায় রাতে চাঁদের আলো দূর আকাশের তারা,
সেথায় আমার জন্মভূমি কালের স্রোতধারা।
গাছে গাছে জোনাকি বাতি পাখির গানে ভোর,
দিনের আলোয় বাংলা শোভন পুষ্পে মধু চোর।
যেদিকে চায় সবুজ ঘেরা চোখ ফিরে না আর
চোখ জুড়ানো মন ভুলানো আমার অহঙ্কার
বারো মাসে ছয়টি ঋতু সাজানো চমৎকার
রং-বেরঙের ফুল পাখিরা বাংলার অলঙ্কার
মাথায় মাথায় সারিতে হাঁটে মিটিমিটি হাসি,
তারায় তারায় যাচ্ছে ওরা চাঁদের মাসি পিসি।
জলপাখিরা সাঁতার কাটে শাপলা ফোটা জলে,
মেঘলা হাওয়া ঢেউ বয়ে যায় পারের কাশফুলে।
খাল বিল আর পুষ্করিণী কোথাও জলাভূমি,
সবুজ ঘেরা মনোরম সেতো আমার জন্মভূমি।
শিউলি ঝরা উঠান আমার কোথায় পাবো আর,
ঘর ছেড়ে যায় পথের ধারে বুনোফুলের বাহার।
রূপ জৌলুশ সুরভি বাতাস সারা বাংলা জুড়ে,
চাইনা আমার দালানকোঠা হোকনা ঘর কুঁড়ে!
এইতো আমার জন্মভূমি এইতো আমার ভুবন,
এইতো আমার সপ্তসর্গ এইতো আমার জীবন।


No comments:

Post a Comment