ভারত জোয়ান
আব্দুল মান্নান মল্লিক
মোরা ভাগ্যশালী ভারতবাসী গৌরব করি তাই।
মায়ের উক্তি সদা ভক্তি করেছি ধারন মাথায়।।
কুসুম কাননে পাখির গানে তোমার অলঙ্কার।
সুরভিগন্ধে মাতাল সমীরে মিশানো চমৎকার।।
শপথ-বাক্য পাঠ্ করেছি মায়ের চরণ ধরে।
রক্ষিব মোরা তোমার সম্মান ঝড়ঝাপটার পরে।।
মাতৃ আশিস্ মাথায় মায়ের হোকনা নিগ্রো পথ।
পূর্ণ করবো মায়ের উমেদ এইতে মোদের শপথ।।
এক দিকেতে জলের বাধা গিরিরাজ অপর দিকে।
আর এক দিকে বীর সৈনিক আমরা চতুর্দিকে।।
আঁচড় যদি লাগে তোমার থাকবোনা আর চুপ।
মেঘের অধিক গর্জে উঠবো দেখবে সেদিন রূপ।।
রক্তবিন্দু থাকতে দেহে নীরব কেন আর?
করবো নিধন্ বাধার বাধন্ ডাকি বজ্র হুঙ্কার।।
প্রতিরোধ নয় প্রতিশোধ চাই মন্ত্র করেছি সার।
আকাশ বাতাস কাঁপবে সেদিন ধরবো হাতিয়ার।।
ঘুমের ঘোরে আঁতকে উঠি বীর শহীদদের চিৎকারে।
রক্তের বদল রক্ত চাই আসবে সময় ফিরে।।
ওরে বীর শহীদের দল পথের সাথি আমরা অনুক্ষণ। জীবন মরন পণ করেছি করবো উমেদ পূরণ।।
মাতৃভূমি সে তো মোদের রক্তের জবাব নাই?
রক্তের বদল রক্ত চাই, রক্ত চাই রক্ত চাই।
আব্দুল মান্নান মল্লিক
মোরা ভাগ্যশালী ভারতবাসী গৌরব করি তাই।
মায়ের উক্তি সদা ভক্তি করেছি ধারন মাথায়।।
কুসুম কাননে পাখির গানে তোমার অলঙ্কার।
সুরভিগন্ধে মাতাল সমীরে মিশানো চমৎকার।।
শপথ-বাক্য পাঠ্ করেছি মায়ের চরণ ধরে।
রক্ষিব মোরা তোমার সম্মান ঝড়ঝাপটার পরে।।
মাতৃ আশিস্ মাথায় মায়ের হোকনা নিগ্রো পথ।
পূর্ণ করবো মায়ের উমেদ এইতে মোদের শপথ।।
এক দিকেতে জলের বাধা গিরিরাজ অপর দিকে।
আর এক দিকে বীর সৈনিক আমরা চতুর্দিকে।।
আঁচড় যদি লাগে তোমার থাকবোনা আর চুপ।
মেঘের অধিক গর্জে উঠবো দেখবে সেদিন রূপ।।
রক্তবিন্দু থাকতে দেহে নীরব কেন আর?
করবো নিধন্ বাধার বাধন্ ডাকি বজ্র হুঙ্কার।।
প্রতিরোধ নয় প্রতিশোধ চাই মন্ত্র করেছি সার।
আকাশ বাতাস কাঁপবে সেদিন ধরবো হাতিয়ার।।
ঘুমের ঘোরে আঁতকে উঠি বীর শহীদদের চিৎকারে।
রক্তের বদল রক্ত চাই আসবে সময় ফিরে।।
ওরে বীর শহীদের দল পথের সাথি আমরা অনুক্ষণ। জীবন মরন পণ করেছি করবো উমেদ পূরণ।।
মাতৃভূমি সে তো মোদের রক্তের জবাব নাই?
রক্তের বদল রক্ত চাই, রক্ত চাই রক্ত চাই।
No comments:
Post a Comment