আসছে বন্যা
আব্দুল মান্নান মল্লিক
জলমগ্ন মাঠ ঘাট সব অঝোর বৃষ্টি ধারায়,
থামবে কবে ভাবছে সবে ঠিকঠিকানা নাই।
ভ্রান্ত পথের হাঁসের দল ঘোলা জলে থৈ থৈ,
পুকুরের জল পথের উপর ডাঙায় উঠে কই।
কেউ কাঁদে কেউ অর্থ লুটে ধনী বাঁধে ফাঁদ,
গরিব কাঁদে ঘরে ঘরে শিশুদের আর্তনাদ।
আলুর কেজি চল্লিশ টাকা ষাট টাকাতে পটল ,
লঙ্কা পিয়াজ আদা রসুন লবণ ডাকে অটল।
বন্যার সাথে ঘূর্ণিঝড় সান্ধ্য বার্তায় প্রকাশ,
দৌড়াদৌড়ি ছুটোছুটি গাঁয়ের মানুষ হতাশ।
ঘরবাড়ি সব ভাঙবে ঝড়ে কি'যে হবে উপায়,
ভাসবে নাকি ডুববে জলে কোথায় হবে ঠাঁই?
হুঁকোর সাথে ছাতা হাতে মতি দাদুর দৌড়,
মরতে পারে জলে ডুবে মায়া ছাড়েনা হুঁকোর।
বলছে কেহ ছুটে আসি বাঁধ ভাঙবে রাতে,
গঙ্গাজলে ডুববে গ্রাম নাইকো সময় হাতে।
পুঁটলি হাতে কম্বল মাথে তুলছে কেহ ছাদে,
গাঁয়ের মানুষ ছুটোছুটি বাচ্চা বুড়ো কাঁদে।
বৃক্ষ শাখায় বাঁশের বেদী নির্মাণ করে ছেদি,
চালের বস্তা কলসি হাঁড়ি তুলছে ঘটিবাটি।
গরু ছাগল ডাকাই কেহ পালায় পল্লী ছাড়ি,
বোঝা মাথায় জলে কেহ করছে তাড়াতাড়ি।
মহ্যম পুরের পল্কা বাঁধ জলের সমান সমান,
কোথাও বাঁধে ছলাৎছলাৎ নাইকো পরিত্রান।
রহিম মোড়ল সাহস দিয়ে, বলে সবার সাথে,
গাঁইতি কোদাল ধর হাতে বাঁধবো বাঁধ রাতে।
আব্দুল মান্নান মল্লিক
জলমগ্ন মাঠ ঘাট সব অঝোর বৃষ্টি ধারায়,
থামবে কবে ভাবছে সবে ঠিকঠিকানা নাই।
ভ্রান্ত পথের হাঁসের দল ঘোলা জলে থৈ থৈ,
পুকুরের জল পথের উপর ডাঙায় উঠে কই।
কেউ কাঁদে কেউ অর্থ লুটে ধনী বাঁধে ফাঁদ,
গরিব কাঁদে ঘরে ঘরে শিশুদের আর্তনাদ।
আলুর কেজি চল্লিশ টাকা ষাট টাকাতে পটল ,
লঙ্কা পিয়াজ আদা রসুন লবণ ডাকে অটল।
বন্যার সাথে ঘূর্ণিঝড় সান্ধ্য বার্তায় প্রকাশ,
দৌড়াদৌড়ি ছুটোছুটি গাঁয়ের মানুষ হতাশ।
ঘরবাড়ি সব ভাঙবে ঝড়ে কি'যে হবে উপায়,
ভাসবে নাকি ডুববে জলে কোথায় হবে ঠাঁই?
হুঁকোর সাথে ছাতা হাতে মতি দাদুর দৌড়,
মরতে পারে জলে ডুবে মায়া ছাড়েনা হুঁকোর।
বলছে কেহ ছুটে আসি বাঁধ ভাঙবে রাতে,
গঙ্গাজলে ডুববে গ্রাম নাইকো সময় হাতে।
পুঁটলি হাতে কম্বল মাথে তুলছে কেহ ছাদে,
গাঁয়ের মানুষ ছুটোছুটি বাচ্চা বুড়ো কাঁদে।
বৃক্ষ শাখায় বাঁশের বেদী নির্মাণ করে ছেদি,
চালের বস্তা কলসি হাঁড়ি তুলছে ঘটিবাটি।
গরু ছাগল ডাকাই কেহ পালায় পল্লী ছাড়ি,
বোঝা মাথায় জলে কেহ করছে তাড়াতাড়ি।
মহ্যম পুরের পল্কা বাঁধ জলের সমান সমান,
কোথাও বাঁধে ছলাৎছলাৎ নাইকো পরিত্রান।
রহিম মোড়ল সাহস দিয়ে, বলে সবার সাথে,
গাঁইতি কোদাল ধর হাতে বাঁধবো বাঁধ রাতে।
No comments:
Post a Comment