Monday, 20 July 2020

খুকুমণির আবেগ

খুকুমণির আবেগ

আব্দুল মান্নান মল্লিক

ঐ দেখ মা যাচ্ছে দেখা শশী মামার বাড়ি,
যাওয়ার কথা বললে কেন মনটা কর ভারী?
সেদিন তুমি বললে আমায় যাব দুদিন পরে,
কয় মাসেতে দুদিন মাগো সত্য বল মোরে।
টিকিট কেটে উঠব ট্রেনে একাই যাব চলে,
দেখতে যখন পাবে মামা উঠিয়ে নিবে কোলে।
কত গল্প শোনালে সেদিন শশী মামার লাগি,
মনে যখন পড়ে মাগো সারা রাত্রি জাগি।
মিছে কেন বললে তুমি টিপ দিবে মোর ভালে,
আদর করে তুলবে কোলে চুমা দিবে গালে।
কোথায় মাগো শশী মামা কোথায় গেল চুমা,
উপর দিকে চেয়ে থাকি আসে না শশী মামা।
ঐ দেখা যায় দিদিমাটি বসে গাছের তলে,
আমার কথা ভাবছে বুঝি দিয়ে হাত গালে
আর রবনা কোলে তোমার যাব দিদার দেশে ,
দিদার দেশের গল্প কথা বলবো ফিরে এসে
বল না মা গাছটির নাম দিদি মায়ের মাথায়,
ফুল নাই ফল নাই জড়িয়ে লতা পাতায়।
ধরণীটা রাতের বেলা বেজায় কেন কালো,
শশী মামা জালিয়ে রাখে সারা রাত্রি আলো।


1 comment:

  1. Where to go gambling in San Diego (CO): Where to go gambling in San Diego
    In 순천 출장안마 addition to 동두천 출장안마 online gaming in the 속초 출장샵 state of Colorado, the sports betting 여수 출장안마 market is 바카라 게임 expected to grow by $10 to $20 billion in 2020.

    ReplyDelete