Sunday, 19 July 2020

আমি এক বুনোফুল

আমি এক বুনোফুল

আব্দুল মান্নান মল্লিক

বুনোফুল আমি এক তুলেছি মাথা,
অবজ্ঞায় রয়েছি পড়ে অস্তিত্ব বৃথা।
পিপাসিত জীবন মোর নিরাময় হৃদয়,
নিদারুণে মেলি পাখা সূর্যের আলোয়।
সাজানো সারিতে টবে ছাদের কার্নিশে,
ওরা শুধু দেখে মোরে বিদ্রূপে হাসে।
পাতা ঝরা একফোঁটা জলের আশে,
লালায়িত হয়ে আমি পড়ে তলদেশে।
আদরে পুষ্পিত ওরা সুবাস মধুর,
সমাদর পেতাম যদি হতাম মঞ্জুর।
দুইবেলা খোজ রাখে সকাল সন্ধায়,
জল দিয়ে যায় মালী ওদের ইচ্ছাই।
পূজারি মাড়িয়ে যায় ধুলি-মাখা পায়ে,
সহে যায় তবু আমি থুক ফেলে গায়ে।
কতো লোকের সমাগম তবু্ও রয় পড়ে,
পরশে দেখে না কেউ হোঁচটে যায় সরে।
দিক ভুলে আসে যদি ভোমরা ভোমরি,
গন্ধ শুঁকে পালাই উড়ে লজ্জায় মরি।
নীরসে সুরেলা ধ্বনি ভাবিতে নূপুর,
জলাভাবে ধ্বনিত পল্লব রোদ্র দুপুর।
বিষন্নতায় পথের ধারে ধুলোয় ধূসর,
রঙ হারিয়ে হারায় আকার কষ্টে ঠাহর।
শুষ্কতায় হারিয়ে রঙ আমি কুৎসিত,
পল্লবেও রঙিন ওরা পুষ্পতে নিশ্চিত।
দুঃখে ভরা জীবন মোর কাটে সারাক্ষণ,
কি নামে ডাকবে মোরে ভাবে কয়জন?


No comments:

Post a Comment