Friday, 27 February 2015

দুই পৃথিবী

দুই পৃথিবী (b.k)

আব্দুল মান্নান মল্লিক

বেজে ওঠে কানে শিশুদের আর্তনাদ,
কে দিবে দুধের ফোঁটা করিবে প্রতিবাদ?
গায়ের জোরে করে অট্টালিকায় বাস,
কেউবা কুঁড়ে-ঘরে ফেলিছে কষ্ট শ্বাস।
ধুলোয় গড়িয়ে চলে কোনো উন্মাদ,
টক্করেতে যখম শরীর খায় পদাঘাত।
দিবারাত্রি ভুগছে কৃশ সবলের হাতে,
কেউবা হারায় প্রাণ পীড়িত উৎপাতে।
ভেলকি বাজির জগৎ চাতুরী যেইজন,
গরীবের ঠকিয়ে খায় পিশাচের মতন।
কোথাও ধ্বনিত হয় ক্ষুধার্তের হাহাকার,
ধনীরা চালায় সেথা তেজারতি কারবার।
তত্পর থাকিবে সেদিন ধনীর দুলাল,
নয়নে ভাসিবে তোমার দিবাতে কাল।
বুঝিতে পারিবে যেদিন হালের বেহাল,
পরিণতি হইবে সেদিন সারেতে কঙ্কাল।

No comments:

Post a Comment