Friday, 6 February 2015

দুর্যোগ

দুর্যোগ

আব্দুল মান্নান মল্লিক

রণ-সাজে সাজলো গগন সূর্য গেল ঢাকি,
নিগ্রো মেঘের আড়াল হতে বিদ্যুৎ মারে উঁকি।
রক্তে রাঙা আকাশ ভাবি খেলছে রঙের হোলি,
মেঘের গর্জন ঝড়ের তান্ডব চলছে সেথা কলি
তান্ডব লীলাই মাতাল গগন ধরণী হলো অন্ধ,
মাঠের মানুষ দাঁড়িয়ে পড়ে করলো কেতন বন্ধ।
মেঘের গর্জন শুনে সবে ফিরছে নিজের ঘর,
কেউ ছুটতে খাচ্ছে হোঁচট পড়ছে কারো উপর।
পালের গরু ভয়েতে সব হারিয়ে ফেলে পথ,
দিশা হারিয়ে ছুটছে যেন আকাশ পথের রথ।
গোঁ-গোঁড়ামী ঝড়ের তান্ডব বৃষ্টির সঙ্গে শিল,
শিল নয়তো হবে হয়তো টুকরো পাথর ঢিল।
দুর্যোগের এই দুর্দিনে আজ কে কাহারে দেখে,
মাঠের রাখাল ছুটে পালায় ঘাসের বোঝা রেখে।
বিদীর্ণ বক্ষে লোহিত রঙে রঙিন হলো নভ,
নেইতো শান্ত চলছে অনন্ত দূর্যোগ এক অভ।
বিরাম মাঝে গর্জে ওঠে কড়-কড় কড়,কড়,
গগণ ফাটিয়ে ছুটছে আগুন ভূ-পৃষ্ঠের পর।
অগ্নি ছুটে পড়লো এসে তাল গাছটির মাথায়,
দপাং করে জ্বলে উঠলো গাছের কাঁচা পাতায়।
অগ্নি বারুদ কোথা আছে নেইকো কারো জানা,
আঘাত সদা ছলছে হেথা শোনেনা কারো মানা।

No comments:

Post a Comment