************* স্বরচিত কবিতা *************
>>>>>>>>>> লোকবল <<<<<<<<<<<
জলোচ্ছ্বাসের় তোড়ে মাঝি শক্ত করিস হাত।
যাত্রী বোঝাই তরী খানি হয়না যেন কাত।।
সম্মুখে দেখ্ বারেক্ চেয়ে কুয়াশা অন্ধকার।
সতর্ক হাতে বাওরে তরী করতে হবে পার।।
জলের ঝাপটা খাচ্ছে তরী দুলছে বারংবার।
হাতের বৈঠা ছাড়িস যদি পাবিনা কোনো ধার।।
যাত্রী সব আছে বোঝাই ভাবিস শত-বার।
তুফান মাঝে ভাসে তরী নিয়েছিস দায়ভার।।
বিপদকালের সঙ্গীরে তোর ছোট্ট বৈঠাখানি।
করলে তুচ্ছ হবেরে তোর প্রাণটা টানাটানি।।
চেনার আছে অনেক বাকী ছোট্ট ছেলের কাছে।
লাগতে পারে একদিন কাজে লজ্জা কেন পাছে?
উপদেষ্টা নইলে-কি আর সফল হয়েছে কেউ।
সর্বেসর্বা ভাবছিসরে তুই সামলাবে কে ঢেউ?
শিক্ষা যদি নিয়ে থাকিস ধরে গুরুর চরণ।
উদ্ধারিবে গুরু তোরে হবেনা অকাল মরণ।।
ভালবাসায় আঁকড়ে ধরিস তরীর জনগনে।
দুর্দিনে তোর সঙ্গী হবে করবে উদ্ধার প্রাণে।
কম্বলের লোম বাছাই করিস কম্বল নাই হাতে।
মিলেমিশে রইবো সবাই ভয় কেন জাতপাতে?
No comments:
Post a Comment