Sunday, 22 February 2015

বিচার মঞ্চ


************* স্বরচিত কবিতা *************

>>>>>>>>>> বিচার মঞ্চ <<<<<<<<<<<

সচ্ছতা রাখিও তুমি বাগিচা আপনারে।
আগাছায় ভরেনা যেন ঢাকেনা তিমিরে।।
অবারিত রাখিবে সদা বাগানের দ্বার।
রহিবে প্রবেশ মুক্ত দেবতার অধিকার।।
অবহিতে রহিবে রক্ষক হইয়া চৌকিদার।
অসুরেরা হেরিলে তোমায় ছোঁবেনা দ্বার।।
প্রবেশিবে ফুলের অনশ্বর, রক্ষিবে তারে।
সুরের রূপেতে পাইলে শয়তান অসুরে।।
ভাঙিয়া করিবে অনিত্য ফুলেরই দল।
প্রবেশিলে অসুর বাগে আশার বিফল।।
সৃজন করিলে মণ্ডপ বাগানের মাঝে।
নিরপেক্ষ হইবে বিচার বিবেকের কাছে।।
বাহিরে বানালে পুতুল হস্তেরই রেখায়।
প্রণেতার আসনে বসে পাইবে কি রেহাই?
অন্তরেতে ক্ষতের চিহ্ন বাহিরে বিলেপন।
হইবে কি আরোগ্য তোমার অন্তরের দহন।।
খুলিবে যেদিন আপনার অভ্যন্তর নয়ন।
হইবে সেদিন তোমার সিদ্ধিলাভ পূরণ।।

No comments:

Post a Comment