Friday, 6 March 2015

বঙ্গ রঙ্গ


************* স্বরচিত কবিতা *************

>>>>>>>>>> বঙ্গ রঙ্গ <<<<<<<<<<<

মত্ত হল রঙের সাজে আকাশ হল রঙিন।
বালক জোয়ান ছিল যত রঙ মাখে প্রবীণ।।
রঙের ছোঁয়ায় রঙিন পথে মানুষ চেনা ভার।
ছাদের পরে মায়েরা ভাবে কোন ছেলেটি কার?
ছুটা-ছুটি পাড়ার ছেলে ফিনকিতে রঙ ভরে।
দেখতে পেলে কেউ কাহারে পিছে তাড়া করে।।
কানাই দাদু বেরিয়ে দেখে রঙের ডালা হাতে।
জুটলো যত পাড়ার ছেলে চৌ-রাস্তার মাথে।।
আবির ছড়িয়ে নাচা-নাচি ভরিয়ে দিলো রঙে।
যোগে সামিল কানাই দাদু নাচে নানান ঢঙে।।
ধবল পোষাক হাতে লাঠি যাবে বিয়াই বাড়ি।
বলাই দাদু চলেছে তাই হাতে মিঠাই হাঁড়ি।।
ছেলেরা সবে যুক্তি করে বলাই দাদুরে ধরে।
রঙ ছিটিয়ে দিল গায়ে ছেলেরা জোর করে।।
বলাই দাদুর কোপের মুর্তি ধরে গায়ে জ্বালা।
ছোকরা যত দাদুর মাথে ঢালে আবীর ডালা।।
রাগের চোটে ঘোরাই লাঠি চক্ষু করে লাল।
নিজের হাতে ভাঙে হাঁড়ি দিচ্ছে শুধু গাল।।
শ্যামল রঙটা হারিয়ে হয় গাছের পাতা নীল।
রঙের ছিটাই রঙিন হয় যায়না চেনা বিল।।
হচ্ছে খেলা বিশ্ব জুড়ে রঙের খেলা আজ।
বাংলার রঙে বিশ্ব রঙিন নব রঙের সাজ।।

No comments:

Post a Comment