Thursday, 20 August 2020

আকাশের অস্তিত্ব কথা

 আকাশের অস্তিত্ব কথা


আব্দুল মান্নান মল্লিক 


উদ্বেগে খুজে তার শুরুতে জীবন, 

আশয় তার পাখা মেলে করে নিরীক্ষণ। 

কি আকার কি বর্ণ তার নাম শুধু সার,

কেন্দ্রবিন্দু কোথায় তার হয়নি উদ্ধার। 

দূর হতে বহুদূর দৃষ্টির সীমানায়, 

কেউ ভাবে রঞ্জিত আকাশটা নীলিমায়।

বয়ে যায় ঝড় যদি উঠে জলচ্ছাস,

ভূমিকম্পের শিহরণে অনড় আকাশ। 

অহরহ আকাশটায় দুর্যোগ গর্জন, 

নাই তার অনুভূতি নাই তার শিহরণ। 

মেঘেদের ওঠানামা আকাশটা মলিয়ে,

তবুও অটল দৃঢ় অবিনশ্বর অক্ষয়ে।

কোথায় অস্তিত্ব ঠাঁই, শূন্যটা কোথায়, 

কোথায় তার প্রান্তদেশ বস্তু অকায়।

অগণিত নাম ডাক অলীক কল্পনা, 

শূন্যতেও অদৃশ্য বহুবিধ জল্পনা।

গুণী জ্ঞানী জনে-জনে আসে যায় যত,

নিষ্পাদনে মতান্তর পাইনি তার অস্তিত্ব। 

ক্ষয়ে ক্ষয়ে একদিন বিনাশ হবে বিশ্বটা, 

রয়ে যাবে কৌতূহল অবশিষ্ট আকাশটা,

গননার রাশিফল অবশিষ্ট রহস্য,

যত মত তত পথ গুরু কি'বা শিষ্য। 


No comments:

Post a Comment