অনৈক্য আব্দুল মান্নান মল্লিক ব্রতে মগ্ন আকারে কেউ, কেউবা নিরাকারে, স্বার্থান্বেষী সম্পদ লুটতে বিভেদ সৃষ্টি করে। দিকভ্রান্ত পথের পথিক হোঁচট খেয়ে মরে, শীর্ষাসনে কৌশল বাঁধে দন্দ্ব বাঁধাই ঘরে। চক্ষু থাকতে অন্ধ যারা কষ্টে খেটে মরে, ধর্মযাজক ইচ্ছা যেমন হাতের পুতুল গড়ে। শীর্ষাসনের মানুষ ওরা হুকুম করে যেমন, বেকুব মানুষ শান্তশিষ্ট ওদের ইচ্ছা মতন। ভূষণ প্রায় রাজার বেশে সিংহাসনের ঘরে, স্বার্থ ব্রতে ব্যস্ত ওরা জীবন অকর্মন্য কুঁড়ে। অক্লেশে লাভের আশে হরেক রকম কৌশল, সংস্রব ওদের চোখের বালি সর্বনাশার দল। ভেদাভেদের বাসা বাঁধে মহামিলনের মাঝে, ফুসমন্তর কানে কানে কিবা সকাল সাঁঝে। এ-উহারে চিনতে নারে এইতো জীবন সার, কেমন করে চলব তবে মানব জনম বেকার। গুরুভার আর দায়ভার দিলাম যখন হাতে, চলতে মানা মিলেমিশে তোমার আমার সাথে। বিধিনিষেধ বানাই ওরা শীর্ষে আসন পেতে, ধর্ম বাঁচাই কেমন করে নামহীন মানবজাতে। সরল পথের মানুষেরা চলতে সরল পথে, শীর্ষাসনের মানুষ ওরা বাঁধে জাতপাতে। গড়ব ভাবি সভ্য সমাজ ভালোবাসায় মুড়ে, জাতবিচারে দ্বন্দ্ব বাঁধে রুখবো কেমন করে?
Sunday, 2 August 2020
অনৈক্য
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment