নিদর্শন আব্দুল মান্নান মল্লিক কখনো-সখনো অদূর উদ্যানে দৃশ্য গোচর। খসে পড়া ইঁট নির্জনে, সাক্ষ্য ঐ ভাঙা ঘর। নাচেনা আর বাইজি সেথা, বসেনা সুরা-পানের আসর। খণ্ডিত পিয়ালা সুরা-পান করা, হয়তো বা আজও মাটির ভিতর। আরও সেথা শুকিয়ে যাওয়া, রক্ত দিঘির পারে ভগ্ন খঞ্জর। কষ্টে ঠাহরি, হয়তো গজ-অস্থি, কখনো ভাসে মাটির উপর। রাত দুপুরের পর? ওড়না উড়ানো বাইজীর পদধ্বনি , ঘরের চত্বর। কাঁকন বাজে রিনিঝিনি, যদি হয় চাঁদ হারানো ভোর। আছে কিনা কেউ কি জানে, তাদের বংশধর। হয়তো বা জীবিত নিভৃতে গুনিছে প্রহর। শুকানো রক্তাক্ত গায়ে, আজও কাঁদে ঐ পলাশীর প্রান্তর। কোথায় গজ, অশ্ব। কোথায় সৈনিক লোক-লস্কর। কেউ জানে কি তাদের খবর?
Sunday, 2 August 2020
নিদর্শন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment