সময়ের দৌড়
আব্দুল মান্নান মল্লিক
চোখ খুলতেই দেখছি নতুন বিশ্বটারে,
অদ্যদিনের অন্তর্জাল দেশ-দেশান্তরে।
পয়সা কুড়াই তে-মাথা পথ মোড়ের ঘরে।।
কোনটা শহর কোনটা নগর গোলকধাঁধা,
অদ্য দিনে গাঁয়ের কথায় পড়লো বাধা।
সময় তুমি সঠিক নাকি উল্টো সিধা ??
মেটে তেল পুড়েনা ঘরে সলতে জ্বেলে,
কিবা গ্রাম শহরতলি বিজলি খেলে ।
তেষ্টা মিটে নতুন দিনে বোতল জলে।।
কবে কোথায় হারিয়ে খুজি শৈশব বেলা,
পথের ধারে চাতালে পাড়ায় গল্প বলা ।
সময় তোমার মনে পড়ে সেই দো-চালা ??
কতকিছু এলো গেলো ভাসে আবছায়,
বাল্য স্মৃতি অক্ষিপটে ঘুরে দাঁড়ায়।
নবান্ন উৎসব তালপিঠার ধুম পাড়ায় পাড়ায়।।
স্তব্ধ ব্যজনী সবার ঘরে ফেলে আসা দূরে,
বায়ু নিয়ন্ত্রণ ঘরে ঘরে গাঁয়ে কিংবা শহরে।
নতুন দিনের নতুন উদ্ভব জগত জুড়ে।।
গরুর গাড়ি চলেনা আর এক্কা গাড়ি সেও,
নিত্য রঙিন উঠছে দালান নতুন আরও।
কলি তুমি নতুন কি আর আনতে পারো ??
পথপ্রদর্শক নতুন উদ্ভব তোমার উপহার,
নইলে তুমি, অদ্য ভুবন থাকতো অন্ধকার।
নতুন দিনের নতুন তথ্যে এসো বারংবার ।।
No comments:
Post a Comment