Tuesday, 22 October 2019

হৈমন্তী পার্বণ

হৈমন্ত পার্বণ

আব্দুল মান্নান মল্লিক

শিশিরস্নাত পুষ্প পাপড়ি রোদ্র ঝিকিমিকি,
শরৎ শেষে নতুন সাজে হেমন্তের উঁকিঝুঁকি।
নতুন দিনের নতুন খবর শিশির ঝরা ঘাস,
বয়ে এলো সবার কাছে হেমন্তের পূর্বাভাস।
প্রাণবন্ত গাঁয়ের কথায় জেগে উঠলো পাড়া,
ছেলে বুড়ো গাঁয়ের জোয়ান হর্ষে আত্মহারা।
আজি হেমন্ত কি আনন্দ চাষির মুখে গান,
বছর ঘুরে উঠলো ঘরে হেমন্তের নতুন ধান।
হয়তো হবে নতুন বছর তাইতো আয়োজন,
পাড়ায় পাড়ায় পড়লো সাড়া নবান্ন বিতরণ।
দেশ প্রথায় আচার বিধি নবান্নের উৎসব,
নতুন ধান নইলে উপোষ হেমন্তের অবয়ব।
নিষ্প্রভ ক্লেশিত চন্দ্র তারা ভোরের আলোয়,
আপ্যায়নের আয়োজন ঢুলু-ঢুলু আঁখিদ্বয়।
অতিশয় আদরে গ্রহণ তবু হৈমন্তী মরসুম,
বিনিদ্রে জ্বলন্ত আখা পিঠা পায়েসের ধুম।
নকশা টানা পিঠাপুলি খাজুর গুড়ের ক্ষীর,
নবান্ন উৎসব ঘরে ঘরে কি'বা গরীব আমীর।
পরিজনদের আসা যাওয়া আজও মধুময়,
পরম্পরায় নবান্ন উৎসব তেমনই অক্ষয়।

No comments:

Post a Comment