Thursday, 24 October 2019

বর্ষে স্নাত হেমন্ত

বর্ষে স্নাত হেমন্ত

আব্দুল মান্নান মল্লিক

হেমন্ত দিনের কথা ভাবতে।
নেচে উঠলো মন।।
কালের পতন নতুন উদ্ভব।
হেমন্তের সংস্করণ।।
আকাশ জুড়ে মেঘের ঘটা।
হেমন্তের এই দিন।।
শিশির ছাড়া বৃষ্টি-ফোটা।
গগন ঘোরে মলিন।।
স্বপ্ন আমার হারিয়ে গেছে।
বৃষ্টি ফোটায় ধুয়ে।।
শুকিয়ে গেছে চোখের জল।
হাজার কান্নার নুই-এ।।
ভাবনা ছিল আকাশ ছোঁয়া।
বৃথাই নকশা আঁকা।।
বিষন্নে ঠাঁই ঘরের কোণে ।
আকাশ মেঘে ঢাকা।।
ফুল ফুটবে গাইবে পাখি।
উড়বে ভ্রমর ফুলে।।
আশার আলো নিভে গেলো।
অকাল বৃষ্টির জলে।।
পুষ্প সুরভি ওড়েনা বাতাসে।
হাসেনা শাখায় দুলে।।
নয়নে ভাসেনা সৌরভ তার।
ভ্রমর বসেনা ফুলে।।
হরিৎ হরিদ্রা ছড়ানো পাখা।
হেমন্তের আঙিনায়।।
মলিনে তার রূপের বাহার।
নীরব কালিমায়।।

1 comment:

  1. The best new slots at Worseshoe Casino & Resort
    Worseshoe Casino bet365 코리아 & Resort, 가입시 꽁머니 환전 an 바카라 Arizona based casino-resort offering a wide variety of table games, includes Blackjack, 토토 검증 먹튀 랭크 Roulette, Craps, 블랙잭 룰

    ReplyDelete