Wednesday, 24 July 2019

শোকাহত

শোকাহত

আব্দুল মান্নান মল্লিক

বৃথাই সৃষ্টি বিধাতা তোমার জগৎ অলঙ্কার,
দেখছ নাকি শুনছ কানে দূর্বলের চিৎকার?
ধ্বনিত ওই রণঝঙ্কার শুনতে পাওনা কানে?
দেখতে পাওনা অহরহ মরছে মানুষ প্রাণে!
মাতৃবক্ষে দুগ্ধ সঞ্চার বৃক্ষ বোঝাই ফল,
জল দিয়েছ সুরভি বায়ু মাঠ ভরা ফসল।
দিবালোকে পুষ্প বাহার পাখির কণ্ঠে গান,
রাতের তারা চাঁদের হাসি সবই তোমার দান।
কিসের অভাব কিসের দুঃখ কিসের অনুতাপ,
হতভাগা আজ অধম মানুষ কুড়াই শুধু পাপ!
হিন্দু বল মুসলিম বল হোকনা জৈন খ্রিষ্টান,
সকল ধর্মের একই মালিক আল্লাহ্ ভগবান।
যেদিকে যায় বিপন্ন পথ উৎপাত প্রতিক্ষণে,
কেউ মসজিদ মন্দিরে, কেউ গীর্জা প্রাঙ্গণে।
বৃথাই আয়াস গড়ছে মানুষ নতুন প্রতিষ্ঠান, 
পূণ্য আশে পাপের বোঝা বাড়ছে অফুরান। 
অসুর আর শয়তানেরা বাঁধছে বিধান নতুন,
তোমার নামে হাতিয়ার ধরে করছে মানুষ খুন।

No comments:

Post a Comment