চাওয়া
আব্দুল মান্নান মল্লিক
বিবেক দেখায় পথের আলো দ্বন্দ্ব বাধে মনে,
কেউবা আশে মর্মপীড়ায় কেউবা মরে ধনে
ধন তৃষ্ণাই অন্তর দহন ঘুম আসেনা রাতে,
মানিক চুরির আশায় থাক মরবে সর্পাঘাতে।
সাগর জলে ঝাঁপিয়ে পড় মোতি পাবার আশ,
লোভের সীমা ছাড়াও যখন হয়'যে প্রাণনাশ।
জ্যোতি সৃষ্ট জীবনটা এই লাগাও যদি কাজে,
মণি রতন খুজবে তোমায় ধরা দিবে নিজে।
সুখ যে কাছে হৃদয় মাঝে ভাবছ মিছে দূরে,
পেয়েছ কি সুখের সন্ধান সারাটা জগৎ ঘুরে?
বৃথাই বসে ভাবছ মিছে কোথায় সুখী জীবন,
খুজলে পাবে দিব্য দৃষ্টিই গুপ্ত মনের কোণ।
সুখের আশায় সময় গেল জীবন গেল ক্ষয়,
বৃথাই গণনা সুখ কামনায় নিজের পরাজয়
অন্তর জ্যোতি জ্বলবে যখন হবে সরল মন,
দীনের মাঝে বিলিয়ে দিবে আপন রত্নধন।
No comments:
Post a Comment