Monday, 25 April 2022

বলবে কাকে মা

বলবে কাকে মা


আব্দুল মান্নান মল্লিক



বলবো কি আর কালো কোকিলা তোকে,
লজ্জা নাই তোর আলতা দুটি চোখে ? 
সব পাখিরা বাসা বুনে বিষন্নে তুই ডালে,
বছর ঘুরে আসিস ফিরে সুখ বসন্তকালে।
বৃথাই জনম জীবনটা তোর কুহু কুহুই সার
কাকের বাসায় অণ্ড দিলি বাচ্চা হবে কার?
পরের বাসায় অণ্ড দিয়ে তাইরে নাইরে না,
বলতো শুনি নিজের বাচ্চা বলবে কাকে মা?
মাতৃভক্তি স্নেহমমতা জানিস কি আর তুই,
জনম গেল ভবঘুরে পেলিনা আর কিছুই 
দেশ বিদেশ ঘুরলি কতো আপন চিনলি না
কোথায় তোর বসত বাড়ি আসল ঠিকানা? 
ছোট্ট পাখি বাবুই চড়ুই করে হাসি-ঠাট্টা 
ঝড়ঝাপটায় উল্লঙ্ঘিত বৃষ্টিয় ভিজে গাটা
ধ্যান মগ্নে প্রহর গুণিস সারাটা জীবন ধরে 
বৃক্ষশাখে জীবন গেল ঠাই নাই তোর ঘরে 

No comments:

Post a Comment