চলতি পথে থমকে দাঁড়ায়
আব্দুল মান্নান মল্লিক
কেন মন ভাঙল যে আজ তাতো জানিনা,
লিপিতে মোর বাক্য হারায় মনে আসে না।
আকাশ ছাওয়া মেঘের ঘটা আঁধার কালো,
হারিয়ে গেছে প্রভাতকালের সোনালী আলো।
ব্যস্ত মানুষ পরনিন্দায় ভালো কথায় কান মেলেনা।।
কেন মন ভাঙল যে আজ তাতো জানিনা,
লিপিতে মোর বাক্য হারায় মনে আসে না।
চাতাল কোনো পথের ধারে নয়তো চায়ের দোকান ঘরে,
দিন কেটে যায় নেশার আড্ডায় মারদাঙ্গায় নিজের ঘরে।
উস্কানিতে কর্তা মশাই, আপদ কালে পাশে থাকেনা।।
কেন মন ভাঙল যে আজ তাতো জানিনা,
লিপিতে মোর বাক্য হারায় মনে আসে না।
থমকে গেছে লিখতে কলম অশ্রুজলে খাতার পাতা,
বিষব্যথা মোর অন্তর কক্ষে বলতে ভয় হয় নীতিকথা।
চিত্ত বনের অগ্নিদাহ লোকের সামনে বলতে মানা।।
কেন মন ভাঙল যে আজ তাতো জানিনা,
লিপিতে মোর বাক্য হারায় মনে আসে না।
No comments:
Post a Comment