Saturday, 5 June 2021

সেই ছোট্ট শিশু

সেই ছোট্ট শিশু 


আব্দুল মান্নান মল্লিক 


সেই ছোট্ট শিশু পিছুপিছু হাতটি টেনে ধরে,

নীরব কান্নায় চিত্ত ভিজে পথ যে অনেক দূরে! 

হাত ছাড় হাত ছাড় বন্ধু ডাক দিও না এসে,

চাইলে কি আর ফিরতে পারি বন্ধু তোমার দেশে?

ইতিকথার পুষ্পমাল্য কেউবা গেছে ঝরে, 

একটা দুটো শুকিয়ে সুতোয় কেউবা আছে ধরে।

স্মৃতিগুলো কাঁদায় মোরে দিন যত যায় চলে।

শুকনো ফুল কি বাঁচবে আবার ডুবিয়ে রাখলে  জলে?

সেই ছোট্ট শিশুর ছুটোছুটি উঠান শিউলি তলে,

অস্পষ্টে দেখি কখনো ফিসফিস কথা বলে।

কালের বোঝা টানতে টানতে ফেলে আসা দূরে,

পিছু ছাড়ে না স্মৃতি মোরে খাচ্ছে কুরে কুরে!

হাত-পা সব অসার হল সাঙ্গ করি খেলা, 

বৃথাই বোঝা মাথায় নিয়ে বইছি সারা বেলা।

No comments:

Post a Comment