শরতের ওপারে
আব্দুল মান্নান মল্লিক
স্তব্ধ আকাশ নিশ্চল বাতাস থম-থম পরিবেশ,
বর্ষা-বাদল পেরিয়ে এবার শরতের প্রান্তদেশ।
শরৎ হাওয়ায় ঢেউ তুলেছে শুভ্র কাশ ফুলে,
কোথাও পতিত নগ্ন মাঠে রাখাল গরুর পালে।
শস্য সবুজ কচি পাতা ঢেলার ফাঁকে ফাঁকে,
সর্ষে বোনা কোথাও মাঠে পায়রা বসে ঝাঁকে।
সবুজ মাঠে ধানের কলি চাষীর মুখে হাসি,
জলপ্রান্তে শাপলা ফোটে কলমি পাশাপাশি।
বাঁশ বাগানের ডোবা পারে জঞ্জাল ভরা কেঁউ,
শুভ্র ফুলে মাথা তুলেছে চাইনা ফিরে কেউ।
কত-শত আগাছার ফুল অনাদরে যায় ঝরে,
অনাবাদি কোথাও মাঠে কাশফুলে মন কাড়ে।
বাসা বাঁধতে ব্যস্ত ঘুঘু ঘরের আনাচ-কানাচ,
শিশির-পাতায় প্রভাতকালে ছোট্ট পাখির নাচ।
ঝরে পড়া শিউলি ফুলে শরতের সকালবেলা।
জড়িয়ে ধরে শিশিরে সিক্ত দূর্বাঘাসের গলা,
মেছো মানব মাছ ধরতে হাল ধরেছে ডিঙায়,
হাওড় জলে নৌকা বিঁধে শাপলা লতাপাতায়।
অদূরে ওই মাথার উপর শুভ্র মেঘের ভেলা,
বক উড়ে যায় শুভ্র ডানায় বয়ে নিয়ে বেলা।
No comments:
Post a Comment