Thursday, 24 October 2019

বর্ষে স্নাত হেমন্ত

বর্ষে স্নাত হেমন্ত

আব্দুল মান্নান মল্লিক

হেমন্ত দিনের কথা ভাবতে।
নেচে উঠলো মন।।
কালের পতন নতুন উদ্ভব।
হেমন্তের সংস্করণ।।
আকাশ জুড়ে মেঘের ঘটা।
হেমন্তের এই দিন।।
শিশির ছাড়া বৃষ্টি-ফোটা।
গগন ঘোরে মলিন।।
স্বপ্ন আমার হারিয়ে গেছে।
বৃষ্টি ফোটায় ধুয়ে।।
শুকিয়ে গেছে চোখের জল।
হাজার কান্নার নুই-এ।।
ভাবনা ছিল আকাশ ছোঁয়া।
বৃথাই নকশা আঁকা।।
বিষন্নে ঠাঁই ঘরের কোণে ।
আকাশ মেঘে ঢাকা।।
ফুল ফুটবে গাইবে পাখি।
উড়বে ভ্রমর ফুলে।।
আশার আলো নিভে গেলো।
অকাল বৃষ্টির জলে।।
পুষ্প সুরভি ওড়েনা বাতাসে।
হাসেনা শাখায় দুলে।।
নয়নে ভাসেনা সৌরভ তার।
ভ্রমর বসেনা ফুলে।।
হরিৎ হরিদ্রা ছড়ানো পাখা।
হেমন্তের আঙিনায়।।
মলিনে তার রূপের বাহার।
নীরব কালিমায়।।

Tuesday, 22 October 2019

হৈমন্তী পার্বণ

হৈমন্ত পার্বণ

আব্দুল মান্নান মল্লিক

শিশিরস্নাত পুষ্প পাপড়ি রোদ্র ঝিকিমিকি,
শরৎ শেষে নতুন সাজে হেমন্তের উঁকিঝুঁকি।
নতুন দিনের নতুন খবর শিশির ঝরা ঘাস,
বয়ে এলো সবার কাছে হেমন্তের পূর্বাভাস।
প্রাণবন্ত গাঁয়ের কথায় জেগে উঠলো পাড়া,
ছেলে বুড়ো গাঁয়ের জোয়ান হর্ষে আত্মহারা।
আজি হেমন্ত কি আনন্দ চাষির মুখে গান,
বছর ঘুরে উঠলো ঘরে হেমন্তের নতুন ধান।
হয়তো হবে নতুন বছর তাইতো আয়োজন,
পাড়ায় পাড়ায় পড়লো সাড়া নবান্ন বিতরণ।
দেশ প্রথায় আচার বিধি নবান্নের উৎসব,
নতুন ধান নইলে উপোষ হেমন্তের অবয়ব।
নিষ্প্রভ ক্লেশিত চন্দ্র তারা ভোরের আলোয়,
আপ্যায়নের আয়োজন ঢুলু-ঢুলু আঁখিদ্বয়।
অতিশয় আদরে গ্রহণ তবু হৈমন্তী মরসুম,
বিনিদ্রে জ্বলন্ত আখা পিঠা পায়েসের ধুম।
নকশা টানা পিঠাপুলি খাজুর গুড়ের ক্ষীর,
নবান্ন উৎসব ঘরে ঘরে কি'বা গরীব আমীর।
পরিজনদের আসা যাওয়া আজও মধুময়,
পরম্পরায় নবান্ন উৎসব তেমনই অক্ষয়।

Sunday, 13 October 2019

সময়ের দৌড়


সময়ের দৌড় 

আব্দুল মান্নান মল্লিক 

চোখ খুলতেই দেখছি নতুন বিশ্বটারে,
অদ্যদিনের অন্তর্জাল দেশ-দেশান্তরে।
পয়সা কুড়াই তে-মাথা পথ মোড়ের ঘরে।। 
কোনটা শহর কোনটা নগর গোলকধাঁধা, 
অদ্য দিনে গাঁয়ের কথায় পড়লো বাধা।
সময় তুমি সঠিক নাকি উল্টো সিধা ?? 
মেটে তেল পুড়েনা ঘরে সলতে জ্বেলে,
কিবা গ্রাম শহরতলি বিজলি খেলে । 
তেষ্টা মিটে নতুন দিনে বোতল জলে।।
কবে কোথায় হারিয়ে খুজি শৈশব বেলা,
পথের ধারে চাতালে পাড়ায় গল্প বলা । 
সময় তোমার মনে পড়ে সেই দো-চালা ?? 
কতকিছু এলো গেলো ভাসে আবছায়,
বাল্য স্মৃতি অক্ষিপটে ঘুরে দাঁড়ায়। 
নবান্ন উৎসব তালপিঠার ধুম পাড়ায় পাড়ায়।। 
স্তব্ধ ব্যজনী সবার ঘরে ফেলে আসা দূরে, 
বায়ু নিয়ন্ত্রণ ঘরে ঘরে গাঁয়ে কিংবা শহরে। 
নতুন দিনের নতুন উদ্ভব জগত জুড়ে।।
গরুর গাড়ি চলেনা আর এক্কা গাড়ি সেও, 
নিত্য রঙিন উঠছে দালান নতুন আরও।
কলি তুমি নতুন কি আর আনতে পারো ?? 
পথপ্রদর্শক নতুন উদ্ভব তোমার উপহার, 
নইলে তুমি, অদ্য ভুবন থাকতো অন্ধকার।
নতুন দিনের নতুন তথ্যে এসো বারংবার ।।