কলঙ্কিতা
আব্দুল মান্নান মল্লিক
মন দিয়েছি ভ্রমর বন্ধু,
তোর গুঞ্জন গানে।
ভালোবাসার চুমন দিলি,
ব্যস্ত মধু পানে।
আল ফুটিয়ে বিষ ঢেলে তুই,
হারিয়ে গেলি উড়ে।
বিষের জ্বালায় জড়সড়,
পাপড়ি গেল ঝরে।
শুঁকবেনা কেউ হাতে তুলে,
পায়ের আঁচড় দেখে।
নিঠুর বন্ধু ভিন দেশেতে,
ফুলের রেণু মেখে।
গোলাপ হয়ে ফুটেছিলাম,
পাশের বাগানে।
ছলাকলায় মন ভাঙালি,
এই ছিল তোর মনে?
কলঙ্কিতা গোলাপ আমি,
গন্ধ সারা গায়ে।
শত-ডুবে যায়না গন্ধ,
গঙ্গাজলে ধুয়ে।
আব্দুল মান্নান মল্লিক
মন দিয়েছি ভ্রমর বন্ধু,
তোর গুঞ্জন গানে।
ভালোবাসার চুমন দিলি,
ব্যস্ত মধু পানে।
আল ফুটিয়ে বিষ ঢেলে তুই,
হারিয়ে গেলি উড়ে।
বিষের জ্বালায় জড়সড়,
পাপড়ি গেল ঝরে।
শুঁকবেনা কেউ হাতে তুলে,
পায়ের আঁচড় দেখে।
নিঠুর বন্ধু ভিন দেশেতে,
ফুলের রেণু মেখে।
গোলাপ হয়ে ফুটেছিলাম,
পাশের বাগানে।
ছলাকলায় মন ভাঙালি,
এই ছিল তোর মনে?
কলঙ্কিতা গোলাপ আমি,
গন্ধ সারা গায়ে।
শত-ডুবে যায়না গন্ধ,
গঙ্গাজলে ধুয়ে।
No comments:
Post a Comment