Wednesday, 15 February 2017

√ বসন্তের আগমন

বসন্তের আগমন

আব্দুল মান্নান মল্লিক

পূব আকাশে আবির থালে সুয্যি মামার হাসি,
পুষ্প শোভন পাখির গানে আমরা পাশাপাশি।
ফুলে ফুলে ভ্রমর উড়ে এই বসন্তকালে,
শাখে শাখে বিহগ গীতি পুষ্প ডানা মেলে।
পুষ্পদলে ঘুমিয়ে কে ঐ রঙিন প্রজাপতি,
মৌ-গন্ধে ভ্রমর মাতাল রঙে মাতাল প্রকৃতি।
ফুলে-ফুলে আম্রকুশি এলরে ঋতুরাজ,
নবরূপে ফিরে এসেছে বাংলার সবুজ সাজ।
শিমুল ফুলে রঙ ধরেছে কোকিল কুহু ডাকে,
গাঙশালিকরা গান ধরেছে মরা নদির বাঁকে।
কিবা সকাল সন্ধ্যাবেলা পাড়ার ছেলেমেয়ে,
পুষ্পগন্ধে মাতোয়ারা বসন্তের ছোঁয়া পেয়ে।
গাঁয়ের বায়ে দূর দিগন্তে ধু-ধু আকাশ তলে,
কে যেন ঐ তরুণ তরুণী প্রেমের কথা বলে।
ফিঙে নাচে গাছে-গাছে বৈরি খুজে সাথি,
পেচক-পেচকী প্রেমের কথা বলে সারারাতি।

No comments:

Post a Comment