বসন্তের উঁকিঝুঁকি
আব্দুল মান্নান মল্লিক
কোথায় যেন ডাকছে কোকিল কুহু-কুহু,
তবে কি আজ বসন্তের খবর হল শুরু?
ওই যে শাখে বৌরি ডাকে কুক-কুক,
সবুজ রঙে মাথায় ঝুঁটি লাল টুকটুক।
বউ কথা কও ডাকে পাখি ওই গাছে,
কাঠবিড়ালি লেজটি তুলে কেমন নাচে।
রোদ দুপুরে পথিক জিরায় গাছের তলে,
ছোট্ট পাখি দোল খেয়ে যায় মাধবী ফুলে।
ফুলের কুঁড়ি ভরে এল শাখায় শাখায়,
গাঁজা মৌ-এ ভ্রমর নেশায় শাখে ঘুমায়।
পত্র-মুকি ফুটবে কখন সেই অপেক্ষায়,
ওই বসন্ত আসবে প্রথম সবুজ পাতায়।
আব্দুল মান্নান মল্লিক
কোথায় যেন ডাকছে কোকিল কুহু-কুহু,
তবে কি আজ বসন্তের খবর হল শুরু?
ওই যে শাখে বৌরি ডাকে কুক-কুক,
সবুজ রঙে মাথায় ঝুঁটি লাল টুকটুক।
বউ কথা কও ডাকে পাখি ওই গাছে,
কাঠবিড়ালি লেজটি তুলে কেমন নাচে।
রোদ দুপুরে পথিক জিরায় গাছের তলে,
ছোট্ট পাখি দোল খেয়ে যায় মাধবী ফুলে।
ফুলের কুঁড়ি ভরে এল শাখায় শাখায়,
গাঁজা মৌ-এ ভ্রমর নেশায় শাখে ঘুমায়।
পত্র-মুকি ফুটবে কখন সেই অপেক্ষায়,
ওই বসন্ত আসবে প্রথম সবুজ পাতায়।
No comments:
Post a Comment