Saturday, 18 February 2017

√ কলঙ্কিতা

কলঙ্কিতা

আব্দুল মান্নান মল্লিক

মন দিয়েছি ভ্রমর বন্ধু,
তোর গুঞ্জন গানে।
ভালোবাসার চুমন দিলি,
ব্যস্ত মধু পানে।
আল ফুটিয়ে বিষ ঢেলে তুই,
হারিয়ে গেলি উড়ে।
বিষের জ্বালায় জড়সড়,
পাপড়ি গেল ঝরে।
শুঁকবেনা কেউ হাতে তুলে,
পায়ের আঁচড় দেখে।
নিঠুর বন্ধু ভিন দেশেতে,
ফুলের রেণু মেখে।
গোলাপ হয়ে ফুটেছিলাম,
পাশের বাগানে।
ছলাকলায় মন ভাঙালি,
এই ছিল তোর মনে?
কলঙ্কিতা গোলাপ আমি,
গন্ধ সারা গায়ে।
শত-ডুবে যায়না গন্ধ,
গঙ্গাজলে ধুয়ে।


বসন্ত বিলাপী

বসন্ত বিলাপী

আব্দুল মান্নান মল্লিক

সুখের দিনে দুখের কথা,
বলব খুলে আজ।
মুখের উপর বলছে ওরা,
ঋতুরাজ না ফন্দিবাজ।
কারও ঘরে সুখের বসত,
ওই এলরে ফাগুন।
মন পুড়ে ছাই কয়লাকালি,
কারও ঘরে আগুন।
কুলের কথা ভাবছে বসে,
বসন্তকালে আজ।
ওপারেতে পুকুরপাড়ে,
ষাঁড়াই তালগাছ।
থৈথৈ সব হাঁসের পাল,
ঘাঁটছে কাদাজল।
শুকনো খালের চরে ভাবে,
পানকৌড়ির দল।
খালের জল শুকিয়ে কাদায়,
মাছের প্রাণ যায়।
মাছরাঙাটি শুকনো ডালে,
করে হায় হায়,
ছাদের কোণে অশ্রুজলে,
ঘুটর-ঘুটরি ভাবে।
চাষির ফসল ঘরে-ঘরে,
আহার কোথা পাবে।
সুখের নামে দুখের আসন,
কেউ তুলেনা ধরে।
সবুজ ঘেরা দেশের কথায়,
কেউ চাইনা ফিরে।

Wednesday, 15 February 2017

√ বসন্তের আগমন

বসন্তের আগমন

আব্দুল মান্নান মল্লিক

পূব আকাশে আবির থালে সুয্যি মামার হাসি,
পুষ্প শোভন পাখির গানে আমরা পাশাপাশি।
ফুলে ফুলে ভ্রমর উড়ে এই বসন্তকালে,
শাখে শাখে বিহগ গীতি পুষ্প ডানা মেলে।
পুষ্পদলে ঘুমিয়ে কে ঐ রঙিন প্রজাপতি,
মৌ-গন্ধে ভ্রমর মাতাল রঙে মাতাল প্রকৃতি।
ফুলে-ফুলে আম্রকুশি এলরে ঋতুরাজ,
নবরূপে ফিরে এসেছে বাংলার সবুজ সাজ।
শিমুল ফুলে রঙ ধরেছে কোকিল কুহু ডাকে,
গাঙশালিকরা গান ধরেছে মরা নদির বাঁকে।
কিবা সকাল সন্ধ্যাবেলা পাড়ার ছেলেমেয়ে,
পুষ্পগন্ধে মাতোয়ারা বসন্তের ছোঁয়া পেয়ে।
গাঁয়ের বায়ে দূর দিগন্তে ধু-ধু আকাশ তলে,
কে যেন ঐ তরুণ তরুণী প্রেমের কথা বলে।
ফিঙে নাচে গাছে-গাছে বৈরি খুজে সাথি,
পেচক-পেচকী প্রেমের কথা বলে সারারাতি।

Friday, 3 February 2017

বসন্তের উঁকিঝুঁকি

বসন্তের উঁকিঝুঁকি

আব্দুল মান্নান মল্লিক

কোথায় যেন ডাকছে কোকিল কুহু-কুহু,
তবে কি আজ বসন্তের খবর হল শুরু?
ওই যে শাখে বৌরি ডাকে কুক-কুক,
সবুজ রঙে মাথায় ঝুঁটি লাল টুকটুক।
বউ কথা কও ডাকে পাখি ওই গাছে,
কাঠবিড়ালি লেজটি তুলে কেমন নাচে।
রোদ দুপুরে পথিক জিরায় গাছের তলে,
ছোট্ট পাখি দোল খেয়ে যায় মাধবী ফুলে।
ফুলের কুঁড়ি ভরে এল শাখায় শাখায়,
গাঁজা মৌ-এ ভ্রমর নেশায় শাখে ঘুমায়।
পত্র-মুকি ফুটবে কখন সেই অপেক্ষায়,
ওই বসন্ত আসবে প্রথম সবুজ পাতায়।