ঘুম ভাঙা স্বপ্ন
আব্দুল মান্নান মল্লিক
রাত্রি পোহায়ে গেল, এক পশলার শেষে।
ঘরের বাহিরে যেন, নতুন সবুজের দেশে।।
আবরিত ছিলো ধূলোয়, নিখিল ভুবন।
ধুয়ে গেল বৃষ্টিতে, ফিরেছে পূর্ব যৌবন।।
চমকিছে পত্র সুচাগ্রে, জলবিন্দু শতরঙ্গে।
সোনালি রোদের ঝলক, মাখিয়া সর্বাঙ্গে।।
সবুজ পাতায় গাছ, শোভিত শিক্ত ফুলে।
বাধবী লতার মাথা, হেলিয়া বৃষ্টির জলে।।
ঝরিয়া পড়িছে পাতার, ধরে রাখার জল।
ঘুম ভাঙার স্বপ্নে, করেছে মোরে বিহ্বল।।
ভাঙিয়া অশথের ডাল, পড়িয়া রাস্তায়।
যাতায়াত করিয়া বন্ধ, অবরোধ অবস্থায়।।
চন্দন চন্দনা ডালে, আলাপ আলিঙ্গনে।
ডাহুক ডাহুকী ডাকে, লুকিয়ে কুঞ্জবনে।।
ডাকিছে দাদুর দাদুরী, খালের কিনারে।
মগডালে বসিয়া কাক, আপনার নীড়ে।।
আব্দুল মান্নান মল্লিক
রাত্রি পোহায়ে গেল, এক পশলার শেষে।
ঘরের বাহিরে যেন, নতুন সবুজের দেশে।।
আবরিত ছিলো ধূলোয়, নিখিল ভুবন।
ধুয়ে গেল বৃষ্টিতে, ফিরেছে পূর্ব যৌবন।।
চমকিছে পত্র সুচাগ্রে, জলবিন্দু শতরঙ্গে।
সোনালি রোদের ঝলক, মাখিয়া সর্বাঙ্গে।।
সবুজ পাতায় গাছ, শোভিত শিক্ত ফুলে।
বাধবী লতার মাথা, হেলিয়া বৃষ্টির জলে।।
ঝরিয়া পড়িছে পাতার, ধরে রাখার জল।
ঘুম ভাঙার স্বপ্নে, করেছে মোরে বিহ্বল।।
ভাঙিয়া অশথের ডাল, পড়িয়া রাস্তায়।
যাতায়াত করিয়া বন্ধ, অবরোধ অবস্থায়।।
চন্দন চন্দনা ডালে, আলাপ আলিঙ্গনে।
ডাহুক ডাহুকী ডাকে, লুকিয়ে কুঞ্জবনে।।
ডাকিছে দাদুর দাদুরী, খালের কিনারে।
মগডালে বসিয়া কাক, আপনার নীড়ে।।