Monday, 25 October 2021

চলতি পথে থমকে দাঁড়ায়

চলতি পথে থমকে দাঁড়ায় 


আব্দুল মান্নান মল্লিক 


কেন মন ভাঙল যে আজ তাতো জানিনা, 

লিপিতে মোর বাক্য হারায় মনে আসে না। 

আকাশ ছাওয়া মেঘের ঘটা আঁধার কালো, 

হারিয়ে গেছে প্রভাতকালের সোনালী আলো। 

ব্যস্ত মানুষ পরনিন্দায় ভালো কথায় কান মেলেনা।। 

কেন মন ভাঙল যে আজ তাতো জানিনা, 

লিপিতে মোর বাক্য হারায় মনে আসে না। 

চাতাল কোনো পথের ধারে নয়তো চায়ের দোকান ঘরে,

দিন কেটে যায় নেশার আড্ডায় মারদাঙ্গায় নিজের ঘরে।

উস্কানিতে কর্তা মশাই, আপদ কালে পাশে থাকেনা।। 

কেন মন ভাঙল যে আজ তাতো জানিনা, 

লিপিতে মোর বাক্য হারায় মনে আসে না। 

থমকে গেছে লিখতে কলম অশ্রুজলে খাতার পাতা,

বিষব্যথা মোর অন্তর কক্ষে বলতে ভয় হয় নীতিকথা। 

চিত্ত বনের অগ্নিদাহ লোকের সামনে বলতে মানা।। 

কেন মন ভাঙল যে আজ তাতো জানিনা, 

লিপিতে মোর বাক্য হারায় মনে আসে না। 





Saturday, 5 June 2021

সেই ছোট্ট শিশু

সেই ছোট্ট শিশু 


আব্দুল মান্নান মল্লিক 


সেই ছোট্ট শিশু পিছুপিছু হাতটি টেনে ধরে,

নীরব কান্নায় চিত্ত ভিজে পথ যে অনেক দূরে! 

হাত ছাড় হাত ছাড় বন্ধু ডাক দিও না এসে,

চাইলে কি আর ফিরতে পারি বন্ধু তোমার দেশে?

ইতিকথার পুষ্পমাল্য কেউবা গেছে ঝরে, 

একটা দুটো শুকিয়ে সুতোয় কেউবা আছে ধরে।

স্মৃতিগুলো কাঁদায় মোরে দিন যত যায় চলে।

শুকনো ফুল কি বাঁচবে আবার ডুবিয়ে রাখলে  জলে?

সেই ছোট্ট শিশুর ছুটোছুটি উঠান শিউলি তলে,

অস্পষ্টে দেখি কখনো ফিসফিস কথা বলে।

কালের বোঝা টানতে টানতে ফেলে আসা দূরে,

পিছু ছাড়ে না স্মৃতি মোরে খাচ্ছে কুরে কুরে!

হাত-পা সব অসার হল সাঙ্গ করি খেলা, 

বৃথাই বোঝা মাথায় নিয়ে বইছি সারা বেলা।