Monday, 11 December 2017

স্পষ্ট কথা


স্পষ্ট কথা

আব্দুল মান্নান মল্লিক

মন যা চাই, 
বলে ফেলি তাই।
সত্যকে ব্যক্ত করে
সুখী হতে চাই।
যদি কথা স্পষ্ট, 
ক্ষণিকের কষ্ট। 
বিশ্বাসে আশ্বাস, 
ঈশ্বর সহায়। 
প্রিয়জন পথ খুজে
আমতা কথায়।

No comments:

Post a Comment