কুহকিনী অপ্সরী
আব্দুল মান্নান মল্লিক
মোরা বনময়ুরী কুহকিনী স্বর্গের অপ্সরী,
ইন্দ্রসভা জয় করে আজ মর্তে এসেছি।
বন ময়ূরী নাচে আমরা পেখম মেলেছি।।
অনাবৃতে সম্ভ্রম বিলাই তাইতো মোরা বারাঙ্গনা,
মন ভুলানো আদল দেহে ত্রিভুবনের অঙ্গনা।
কতশত মুনি-ঋষি পড়লো অনায়াসে,
ধ্যানমগ্ন লঙ্ঘন করে রূপ জোয়ারে ভাসে।
মোরা বনময়ুরী কুহকিনী স্বর্গের অপ্সরী,
ত্রিভুবনটা ভুলিয়ে রাখতে কোমর বেঁধেছি।
নৃত্যে-নৃত্যে গানে-গানে ভুলিয়ে রেখেছি।।
শৌর্যের ঝাঁজে ধৈর্য হারাও এইতো গর্ব সার,
স্বজন পূজন সব হারিয়ে কে কখন হয় কার।
রূপ সাগরে ডুব দিতে সব লুটিয়ে পড়ে পায়ে,
ত্রিভুবনটা জয় করতে কলঙ্ক মেখেছি গায়ে।
রূপ জৌলুস ছড়িয়ে দিয়ে নজর কেড়েছি,
মোরা ছলচাতুরী রূপান্তরি বাঞ্ছা পূরণ করেছি।
মোরা বনময়ুরী কুহকিনী স্বর্গের অপ্সরী,
ইন্দ্রসভা জয় করে আজ মর্তে এসেছি।
জাঁকজমক সব লণ্ডভণ্ডয় সফল হয়েছি।।
আব্দুল মান্নান মল্লিক
মোরা বনময়ুরী কুহকিনী স্বর্গের অপ্সরী,
ইন্দ্রসভা জয় করে আজ মর্তে এসেছি।
বন ময়ূরী নাচে আমরা পেখম মেলেছি।।
অনাবৃতে সম্ভ্রম বিলাই তাইতো মোরা বারাঙ্গনা,
মন ভুলানো আদল দেহে ত্রিভুবনের অঙ্গনা।
কতশত মুনি-ঋষি পড়লো অনায়াসে,
ধ্যানমগ্ন লঙ্ঘন করে রূপ জোয়ারে ভাসে।
মোরা বনময়ুরী কুহকিনী স্বর্গের অপ্সরী,
ত্রিভুবনটা ভুলিয়ে রাখতে কোমর বেঁধেছি।
নৃত্যে-নৃত্যে গানে-গানে ভুলিয়ে রেখেছি।।
শৌর্যের ঝাঁজে ধৈর্য হারাও এইতো গর্ব সার,
স্বজন পূজন সব হারিয়ে কে কখন হয় কার।
রূপ সাগরে ডুব দিতে সব লুটিয়ে পড়ে পায়ে,
ত্রিভুবনটা জয় করতে কলঙ্ক মেখেছি গায়ে।
রূপ জৌলুস ছড়িয়ে দিয়ে নজর কেড়েছি,
মোরা ছলচাতুরী রূপান্তরি বাঞ্ছা পূরণ করেছি।
মোরা বনময়ুরী কুহকিনী স্বর্গের অপ্সরী,
ইন্দ্রসভা জয় করে আজ মর্তে এসেছি।
জাঁকজমক সব লণ্ডভণ্ডয় সফল হয়েছি।।
No comments:
Post a Comment