কলি কথন
আব্দুল মান্নান মল্লিক
কলি কালের ক্ষিপ্ত মানুষ মানির হারায় মান,
ভালো কথায় কান মেলেনা কলির বর্তমান।
অতীতের সেই কথাগুলো ক'জন রাখে মনে?
রঙ মেখে আজ সঙ সেজেছে ভুলে গেছে ধনে।
ধনসম্পদের নেশায় মানুষ ভাবে তাসের ঘরে,
গোলকধাঁধায় পড়ে কেউবা হোঁচট খেয়ে মরে।
কলি যুগে দেখছি কতো কে কার ভূষণ পরে,
যায়না চেনা নারী পুরুষ কলির ঘরে ঘরে।
সত্য ত্রেতা দ্বাপর যুগের ইতিহাস নাই ঘরে,
সংস্রব হারায় সম্ভ্রম হারায় কলির হাত ধরে।
ফেলে আসা পথগুলো সব ইতিহাসের পাতায়,
কেউনা কেউ তুমি আমার আজ আর মনে নাই।
কে'বা গুরু কে'বা শিশ্য কে'বা কার পরাধীনে,
নিজের কথায় ব্যস্ত সবাই কে কার কথা শুনে।
কলিকালের জগতরে ভাই ছল চাতুরী প্রবঞ্চনা,
যে যার মত চলছে মানুষ কেউ করেনা মানা।