Saturday, 28 October 2017

কলি কথন

কলি কথন

আব্দুল মান্নান মল্লিক

কলি কালের ক্ষিপ্ত মানুষ মানির হারায় মান,
ভালো কথায় কান মেলেনা কলির বর্তমান। 
অতীতের সেই কথাগুলো ক'জন রাখে মনে?
রঙ মেখে আজ সঙ সেজেছে ভুলে গেছে ধনে।
ধনসম্পদের নেশায় মানুষ ভাবে তাসের ঘরে,
গোলকধাঁধায় পড়ে কেউবা হোঁচট খেয়ে মরে।
কলি যুগে দেখছি কতো কে কার ভূষণ পরে, 
যায়না চেনা নারী পুরুষ কলির ঘরে ঘরে। 
সত্য ত্রেতা দ্বাপর যুগের ইতিহাস নাই ঘরে,
সংস্রব হারায় সম্ভ্রম হারায় কলির হাত ধরে।
ফেলে আসা পথগুলো সব ইতিহাসের পাতায়,
কেউনা কেউ তুমি আমার আজ আর মনে নাই।
কে'বা গুরু কে'বা শিশ্য কে'বা কার পরাধীনে,
নিজের কথায় ব্যস্ত সবাই কে কার কথা শুনে।
কলিকালের জগতরে ভাই ছল চাতুরী প্রবঞ্চনা,
যে যার মত চলছে মানুষ কেউ করেনা মানা।



Wednesday, 25 October 2017

বর্ষার বিদায় বেলা

বর্ষার বিদায় বেলা

আব্দুল মান্নান মল্লিক

এলরে এল, এল বৃষ্টি ওই,
ঘোলা জলে হাঁসেরা সব খেলছে থৈথৈ।।
দু'দিনের এই বর্ষা বাদল বৃষ্টি ঝরে পড়ে,
শীত এলরে শীত এল মেঘের ভেলায় চড়ে।
কাঁপছে ইঁদুর ঢিবির উপর শালিক গাছের ডালে,
পদ্ম পাতে ফড়িং নাচে ব্যাঙেরা নাচে জলে।
এলরে এল, এল বৃষ্টি ওই,
আকাশ তলে মেঘের ছায়া সূয্যি মামা কৈ??
পুকুর পাড়ে জল উঠেছে ছলাৎছলাৎ ঢেউ,
প্রভাত কালের সূর্যটাকে দেখল না আজ কেউ।
যেদিকে চায় অস্পটে সবুজ বেড়ায় ঘেরা,
এলোমেলো ঝড়ো হাওয়া মেঘেদের ঘোরাফেরা।
এলরে এল, এল বৃষ্টি ওই,
পাড়ার ছেলে বৃষ্টির জলে করে হৈচৈ।।
সারস সারসী নিস্পন্দে কাপছে জলাধারে,
গাছের ডালে মাছরাঙাটি ভাবছে ওই পারে।
টোকা মাথে কাস্তে হাতে ফিরছে চাষী ঘরে,
ছেদি ভায়া ধানের খেতে কি জানি কি করে।
এলরে এল, এল বৃষ্টি ওই,
জলের মাঝে রুই কাতলা ডাঙায় উঠে কৈ।।

Wednesday, 18 October 2017

বিষন্নতা

বিষণ্ণতা

আব্দুল মান্নান মল্লিক

পথিক সবাই দিনে দিনে যায় আমারে ভুলে,
শৈত্যগন্ধে বসেনা কেউ আমার ছায়াতলে।
এক পায়েতে খাড়া আমি দাঁড়িয়ে পথের ধারে,
আনাগোনা মাঠের পরে চায়না কেউ ফিরে।
রোদ দুপুরে ছিলাম সবার ভালবাসার সাথে,
হিম শীতলে হয়তো বুঝি আসিনা কারো স্বার্থে।
বিষাদ ক্লান্ত পথচারী প্রাণ জুড়াত হেথায়,
গাভীর পাল চরত মাঠে বসতো রাখাল ছায়ায়।
পত্রবিতানে ছত্র ধরি আসেনা আর কাছে,
সার্থ ছাড়া বন্ধু হারায় কে আর আমার আছে।
উঠত বসত আসত সবে কইত আলাপনে,
চৈত্র মাসের গোপন কথা সবই লুকাই মনে।

Saturday, 14 October 2017

√ কুহকিনী অপ্সরী

কুহকিনী অপ্সরী

আব্দুল মান্নান মল্লিক

মোরা বনময়ুরী কুহকিনী স্বর্গের অপ্সরী,
ইন্দ্রসভা জয় করে আজ মর্তে এসেছি।
বন ময়ূরী নাচে আমরা পেখম মেলেছি।।
অনাবৃতে সম্ভ্রম বিলাই তাইতো মোরা বারাঙ্গনা,
মন ভুলানো আদল দেহে ত্রিভুবনের অঙ্গনা।
কতশত মুনি-ঋষি পড়লো অনায়াসে,
ধ্যানমগ্ন লঙ্ঘন করে রূপ জোয়ারে ভাসে।
মোরা বনময়ুরী কুহকিনী স্বর্গের অপ্সরী,
ত্রিভুবনটা ভুলিয়ে রাখতে কোমর বেঁধেছি।
নৃত্যে-নৃত্যে গানে-গানে ভুলিয়ে রেখেছি।।
শৌর্যের ঝাঁজে ধৈর্য হারাও এইতো গর্ব সার,
স্বজন পূজন সব হারিয়ে কে কখন হয় কার।
রূপ সাগরে ডুব দিতে সব লুটিয়ে পড়ে পায়ে,
ত্রিভুবনটা জয় করতে কলঙ্ক মেখেছি গায়ে।
রূপ জৌলুস ছড়িয়ে দিয়ে নজর কেড়েছি,
মোরা ছলচাতুরী রূপান্তরি বাঞ্ছা পূরণ করেছি।
মোরা বনময়ুরী কুহকিনী স্বর্গের অপ্সরী,
ইন্দ্রসভা জয় করে আজ মর্তে এসেছি।
জাঁকজমক সব লণ্ডভণ্ডয় সফল হয়েছি।।