Monday, 19 June 2017

বৃষ্টি ভেজা ফুল

বৃষ্টি ভেজা ফুল

আব্দুল মান্নান মল্লিক

কিবা সকাল দুপুর বিকাল
আকাশ মেঘে ছেয়ে
বর্ষাকালে গড়িয়ে আকাশ
কাঁদছে অশ্রু-নুয়ে
জলে ভাসে জলজ ফুল
লতা জলের তলে
কেউ ফুটেছে বৃক্ষ শাখায় 
ভিজছে বৃষ্টি জলে
খালে বিলে শাপলা কুমুদ 
কলমি ফুটে কাছে।
যেদিকে চায় মন ভরে যায় 
পাড়ের গাছে-গাছে।।
এলোমেলো মাতাল হাওয়া 
পাপড়ি ঝরে পড়ে 
শাপলা কুমুদ লম্বা বোঁটায়
কে কার উপর চড়ে
বৃষ্টি দিনের ফুলের শোভন
কদম্ব আর কেতকী। 
টগর ফোটে কামিনী ফোটে
নাম না জানা কতকি।।
ডোবার মানান কলমি ফুলে
হেলেঞ্চা ধারে-ধারে।
চোখ ধাঁধানো কুমড়ো ফুল
ঘাসফুলে মন কাড়ে।।
কলাবতী আর নয়নতারা
বাড়ির আশেপাশে।
গন্ধরাজ আর দোলনচাঁপা
পাতার ফাঁকে হাসে
কোথাও ফোটে শিয়ালকাঁটা
পতিত ঝোপে-ঝাড়ে।
কোথাও আবার নলখাগড়া
জঞ্জাল জলা-ধারে।।
পত্রে-পত্রে লুকিয়ে কোথায়
কাঁঠালচাঁপার ঘ্রাণ।
বৃষ্টিয় ভিজে উঠলো জেগে
ফুলের নতুন প্রাণ।। 


No comments:

Post a Comment