রাতের সুবাসে
আব্দুল মান্নান মল্লিক
দূর থেকে ছড়িয়ে সুবাস কি লাভ বল তাতে,
পার যদি ডাকো কাছে এই জোছনা রাতে।
কি হবে আর ভাবনা নিয়ে একলা জেগে রাতি,
তোমার ধুলি মাখবো গায়ে করব মাতামাতি।
নিশি গন্ধে ভরিয়ে দিও খুলে মনের জানালা,
নিভিয়ে দিও পুষ্পরসে উষ্ণ মনের জ্বালা।
শুভ্র বদনে বিনীত কেন লজ্জা দাও বিলিয়ে,
মুখ তোল আজ আঁখি খোল মাথা উঁচিয়ে।
তুমি আছ আমি আছি নির্জন এই শুভক্ষণে,
চাঁদের পত্নী সারিতে হাসে ওই দূর গগনে।
দিনের বেলায় নীরব থাক গন্ধ ছড়াও রাতে
পুষ্পরসে সিক্ত হব তোমার সাথে মেতে।
আব্দুল মান্নান মল্লিক
দূর থেকে ছড়িয়ে সুবাস কি লাভ বল তাতে,
পার যদি ডাকো কাছে এই জোছনা রাতে।
কি হবে আর ভাবনা নিয়ে একলা জেগে রাতি,
তোমার ধুলি মাখবো গায়ে করব মাতামাতি।
নিশি গন্ধে ভরিয়ে দিও খুলে মনের জানালা,
নিভিয়ে দিও পুষ্পরসে উষ্ণ মনের জ্বালা।
শুভ্র বদনে বিনীত কেন লজ্জা দাও বিলিয়ে,
মুখ তোল আজ আঁখি খোল মাথা উঁচিয়ে।
তুমি আছ আমি আছি নির্জন এই শুভক্ষণে,
চাঁদের পত্নী সারিতে হাসে ওই দূর গগনে।
দিনের বেলায় নীরব থাক গন্ধ ছড়াও রাতে
পুষ্পরসে সিক্ত হব তোমার সাথে মেতে।
No comments:
Post a Comment